সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৮

১. নির্দিষ্ট আয়ের পরিবারে লোকসংখ্যা বৃদ্ধি পেলে কোনটি ঘটে?

ক. পরিবারে সচ্ছলতা দেখা দেয়

খ. আয় বাড়ে

গ. মাথাপিছু আয় কমে

ঘ. সামাজিক মূল্যবোধ বৃদ্ধি পায়

২. বাংলাদেশে মৃত্যুহার হ্রাসের কারণগুলো হলো—

i. শিক্ষার হার বৃদ্ধি

ii. চিকিৎসাসেবার উন্নতি

iii. খাদ্যের পুষ্টিমান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩. একটি দেশের জনসংখ্যার গঠন কী রূপ হতে পারে?

ক. অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ

খ. আয়তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ

গ. আয়তনের চেয়ে অনেক কম

ঘ. আয়তনের চেয়ে কিছু বেশি

৪. বাংলাদেশ কোন দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে?

ক. মধ্যম আয়ের দেশ হওয়ার পথে

খ. উচ্চ আয়ের দেশ হওয়ার দিকে

গ. উন্নত দেশ হওয়ার দিকে

ঘ. প্রগতিশীল ও আধুনিক হওয়ার পথে

৫. একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি কোনটি?

ক. খনিজ সম্পদ খ. বনজ সম্পদ

গ. শিল্প কারখানা ঘ. জনসংখ্যা

৬. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?

ক. ১০১৩ খ. ১০১৪

গ. ১০১৫ ঘ. ১০১৬

৭. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার কত?

ক. ১.৩৬ শতাংশ খ. ১.৩৭ শতাংশ

গ. ১.৩৮ শতাংশ ঘ. ১.৩৯ শতাংশ

৮. ২০০১ সালে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার কত ছিল?

ক. ১.৫১ শতাংশ খ. ১.৫২ শতাংশ

গ. ১.৫৩ শতাংশ ঘ. ১.৫৯ শতাংশ

৯. বাংলাদেশের প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব (২০১৬ সালের) কত?

ক. ১০৬০ জন খ. ১০৬১ জন

গ. ১০৬২ জন ঘ. ১২৫২ জন

১০. ১৯৭৪ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল?

ক. ২.৪৮% খ. ২.৬৪%

গ. ২.৬২% ঘ. ২.৭০%

সঠিক উত্তর

অধ্যায় ৮: ১.গ ২.ঘ ৩.খ ৪.ক ৫.ঘ ৬.গ ৭.খ ৮.ঘ ৯.ঘ ১০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা