রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ইংরেজি বিভাগে জুলাই ২০২৩ থেকে জুন ২০২৪ শিক্ষাবর্ষে ৭ম ব্যাচে ১ বছর মেয়াদি দুইটি এমএ প্রোগ্রামে ভর্তি শুরু হয়েছে।
প্রোগ্রামসমূহ
১ বছর মেয়াদি এমএ ইন ইংলিশ (২ সিমেস্টার)
১ বছর মেয়াদি এমএ ইন ইএলটি (২ সিমেস্টার)
আবেদনের যোগ্যতা
সরকার অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি এবং বেসরকারি কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্সসহ শিক্ষা পর্যায়ের সকল ক্ষেত্রে ন্যূনতম নিন্মোল্লিখিত পয়েন্ট থাকতে হবে:
এসএসসি/সমমান ৩.০০ (৫.০০ স্কেলে)/ দ্বিতীয় বিভাগ
এইচএসসি/সমমান ৩.০০ (৫.০০ স্কেলে)/ দ্বিতীয় বিভাগ
বিএ অনার্স (ইংরেজি) ২.৫০ (৪.০০ স্কেলে)/ তৃতীয় শ্রেণি
**যারা স্কুল-কলেজে শিক্ষকতা করছেন তাদের জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকার প্রয়োজন নেই তবে তাদেরকে নিজ প্রতিষ্ঠান হতে শিক্ষক হিসেবে কাজ করার প্রত্যয়নপত্র এবং অনুমতিপত্র সঙ্গে জমা দিতে হবে।
জেনে রাখুন
নির্ধারিত ফরমে আবেদন করতে হবে
আবেদনপত্র জমা দেয়ার তারিখ: ১৩ জুলাই ২০২৩ পর্যন্ত
১৩ জুলাই তারিখের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না
আবেদন ফরম এর মূল্য: ৫০০/- (পাঁচশত) টাকা নগদ অথবা বিকাশের মাধ্যমে ৫১০/- (পাঁচশত দশ) টাকা পাঠাতে হবে
আবেদন ফরম ইংরেজি বিভাগের অফিস থেকে অথবা অনলাইন ঠিকানা থেকে সংগ্রহ করতে হবে
পূরণকৃত আবেদনপত্র সরাসরি অফিসে অথবা অনলাইন ঠিকানায় পাঠাতে হবে
এম.এ. প্রোগ্রামে ভর্তিচ্ছু সকল আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পাশ নম্বর পেতে হবে।
ভর্তি পরীক্ষার তারিখ: ২১ জুলাই ২০২৩
ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ: ২৫ জুলাই ২০২৩
ভর্তি: ২৬ জুলাই ২০২৩ থেকে ১৪ আগষ্ট ২০২৩ পর্যন্ত
ক্লাস শুরু: ১৮ আগষ্ট ২০২৩, বেলা ১১.০০টা
ভর্তি পরীক্ষার সময়: সকাল ১১.০০ টা থেকে ১২.০০ টা, স্থান: ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন
ভর্তি পরীক্ষার পূর্ণমান: ৫০ (Composition: 25, Comprehension : 25), পাশ নম্বর: ২০
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তির সময়ে যে সকল কাগজপত্র জমা দিতে হবে:
১. এসএসসি, এইচএসসি, বিএ (সম্মান)/পাশ কোর্স পাশের (১) নম্বরপত্র, (২) সনদপত্র এবং (৩) নিবন্ধনপত্রের সত্যায়িত ফটোকপি
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, জন্মনিবন্ধন এর কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি
যে কোন প্রয়োজনে অফিস সময়ে যোগাযোগ করুন:
প্রফেসর ড. মোহা. সাখাওয়াত হোসেন, এমএ ইন ইংলিশ লিটারেচার প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ইংরেজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফোন: ০১৭১৫৬৫০১৭৫
জনাব মো. অসিউজ্জামান, এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (ইএলটি) প্রোগ্রাম কোঅর্ডিনেটর ও সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফোন: ০১৭৪২১৯১৩৪৪
মাসুম আহমেদ, অফিস সহকারী, ইংরেজি বিভাগ, ফোন: ০১৭১২৯৮২৫৪৭
অনলাইন ঠিকানাসমূহ:
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: ru.ac.bd/notices (সন্ধ্যাকালীন ভর্তি বিজ্ঞপ্তির জন্য)
ইংরেজি বিভাগের ওয়েবসাইট ru.ac.bd/english
সন্ধ্যাকালীন এমএ প্রোগ্রামের ফেইসবুক পেইজ facebook.com/evengru
অনলাইনে আবেদনপত্র পাঠানোর ই-মেইল আইডি: englishru2016@gmail.com