পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
২১. ভারতে কতটি কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে?
ক. ৭ টি খ. ১২ টি
গ. ২৫ টি ঘ. ৩২ টি
২২. ভারতের উত্তরে অবস্থিত—
i. চীন ও ভুটান
ii. মিয়ানমার ও ভুটান
iii. নেপাল ও চীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের কোন রাজ্য?
ক. আসাম ও ত্রিপুরা খ. মেঘালয় ও ত্রিপুরা
গ. মেঘালয় ও আসাম ঘ. আসাম ও মণিপুর
২৪. বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমা রেখা কোনটি?
ক. ৮০° পূ. খ. ৯০° পূ.
গ. ৮৮° প. ঘ. ৯০°প.
২৫. বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
২৬. বাংলাদেশের অক্ষাংশ কত৴?
ক. ২০°৩৪ মি. উত্তর থেকে ২৬°৩৮ মি. উত্তর
খ. ৮৮°০১ মি. পূর্ব থেকে ৯২°৪১ মি. পূর্ব
গ. ২০°৩৪ মি. দক্ষিণ থেকে ২৬°৩৮ মি. দক্ষিণ
ঘ. ৮° ০১ মি. পশ্চিম থেকে ৯২° ৪১ মি. পশ্চিম
২৭. বাংলাদেশের ওপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে?
ক. কর্কটক্রান্তি রেখা খ. মকরক্রান্তি রেখা
গ. বিষুবরেখা ঘ. মূল মধ্যরেখা
২৮. বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমান্ত রয়েছে?
ক. ভারত ও চীন
খ. ভারত ও পাকিস্তান
গ. ভারত ও মিয়ানমার
ঘ. ভারত ও নেপাল
২৯. বাংলাদেশের উত্তরে ভারতের—
i. পশ্চিমবঙ্গ
ii. আসাম
iii. মেঘালয় রাজ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোনটি?
ক. ইউরাল পর্বত
খ. ইউরাল নদী
গ. ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর
ঘ. কাস্পিয়ান সাগর
সঠিক উত্তর
অধ্যায় ১: ২১.ক ২২.খ ২৩.গ ২৪.খ ২৫.ঘ ২৬.ক ২৭.ক ২৮.গ ২৯.ঘ ৩০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা