ভূগোল ও পরিবেশ - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

৩৮. ভূ-চিত্রাবলি মানচিত্রকে ইংরেজিতে কী বলে?

ক. কোরোগ্রাফিক্যাল

খ. টপোগ্রাফিক

গ. ক্যাডাস্ট্রল

ঘ. দেয়াল

৩৯. প্রথম কোন দেশের লোকজন মানচিত্র তৈরি করেন?

ক. ইংল্যান্ড খ. যুক্তরাষ্ট্র

গ. ভারত ঘ. মিসর

৪০. ৬০° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত ঘণ্টা হবে?

ক. ৩ ঘণ্টা খ. ৪ ঘণ্টা

গ. ৫ ঘণ্টা ঘ. ৬ ঘণ্টা

৪১. কোনটি দ্বারা প্রতিভূ অনুপাত প্রকাশ পায়?

ক. RF খ. GPS

গ. GIS ঘ. GS

৪২. বাংলাদেশে যখন দুপুর ১২টা তখন যুক্তরাজ্যের লন্ডন শহরের সময় কত?

ক. রাত ১২টা খ. দুপুর ১২টা

গ. সন্ধ্যা ৬টা ঘ. সকাল ৬টা

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৩ ও ৪৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মানচিত্রে তথ্য উপস্থাপনের জন্য শিরোনাম, স্কেল, উত্তর দিক, সূচক, তথ্য-উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৪৩. কোনো অঞ্চলের মানচিত্র বোঝার জন্য কোনটি প্রয়োজন?

ক. স্কেল খ. শিরোনাম

গ. উত্তর দিক ঘ. সূচক

৪৪. উদ্দীপক অনুসারে প্রতিটি মানচিত্রে উল্লেখ করতে হবে—

i. প্রতীক

ii. সূচক

iii. স্থানের নাম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৫. ‘ক্যাডাস্ট্র’ শব্দের অর্থ কী?

ক. রেজিস্ট্রিকৃত খ. নিজের সম্পত্তি

গ. বাজেয়াপ্ত ঘ. রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি

৪৬. প্রকৃতিবিষয়ক মানচিত্রের অপর নাম কী?

ক. স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র

খ. মৌজা মানচিত্র

গ. ভূ-চিত্রাবলি মানচিত্র

ঘ. দেয়াল মানচিত্র

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩৮.ক ৩৯.ঘ ৪০.খ ৪১.ক ৪২.ঘ ৪৩.খ ৪৪.ঘ ৪৫.ঘ ৪৬.গ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]