প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো, জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। প্রাচীনকালে ভূমি পরিমাপ করার জন্যই মূলত জ্যামিতির উদ্ভব হয়েছিল। গ্রিক গণিতবিদ ইউক্লিড (খ্রিষ্টপূর্ব ৩২৫-২৬৫)–কে সচরাচর জ্যামিতির জনক বলা হয়। আলেকজান্দ্রিয়ার লাইব্রেরিতে তিনি ধারাবাহিকভাবে তাঁর Elements পুস্তকের ১৩টি খণ্ডে জ্যামিতির পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়াগুলো লিপিবদ্ধ করেন। কিছু মৌলিক ধারণা বা স্বতঃসিদ্ধের ওপর নির্ভর করে জ্যামিতিক অঙ্কন ও যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ ইউক্লিডীয় জ্যামিতির মূল প্রতিপাদ্য বিষয়। বর্তমানে জ্যামিতির বহুমাত্রিক বিস্তৃতি ঘটেছে।
গ্রিক দেশের মানুষেরা ভূমিকে ‘Geo’ বলত এবং পরিমাপকে বলত ‘metron’। এই ‘Geo’ এবং ‘metron’ মিলেই হলো ‘Geometry’, যাকে বাংলায় আমরা বলি জ্যামিতি। জ্যামিতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে থেলিস, পিথাগোরাস, প্লেটো, টলেমি, আর্কিমিডিসসহ আরও অসংখ্য গণিতবিদের অবদান রয়েছে।
রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা