তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৬১. রেমন্ড স্যামুয়েল টমলিনসন কী ছিলেন?

ক. একজন গণিতবিদ

খ. একজন চিকিৎসক

গ. একজন প্রোগ্রামার

ঘ. একজন বিজ্ঞানী

৬২. প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?

ক. জেমস ক্লার্ক

খ. অ্যাডা লাভলেস

গ. মার্ক জাকারবার্গ

ঘ. রেমন্ড স্যামুয়েল টমলিনসন

৬৩. তথ্যপ্রযুক্তির বিকাশে ভূমিকা রেখেছেন—

i. চার্লস ব্যাবেজ

ii. লর্ড বায়রন

iii. অ্যাডা লাভলেস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৪. কত সালে ই-মেইল সিস্টেম চালু হয়?

ক. ১৯৭১ সালে খ. ১৯৭২ সালে

গ. ১৯৮২ সালে ঘ. ১৯৯৫ সালে

৬৫. মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয়?

ক. ১৯৭১ সালে খ. ১৯৭৬ সালে

গ. ১৯৮১ সালে ঘ. ১৯৮৫ সালে

৬৬. অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?

ক. স্টিভ জবস খ. স্টিভ ওজনিয়াক

গ. রোনাল্ড ওয়েইন ঘ. তাঁরা সবাই

৬৭. কম্পিউটার জগতে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কোনটি?

ক. Adobe খ. Dell

গ. Apple ঘ. Google

৬৮. মাইক্রোসফটের স্বত্বাধিকারী কে?

ক. স্টিভ জবস খ. মার্ক জাকারবার্গ

গ. টিম বার্নার্স–লি ঘ. বিল গেটস

৬৯. এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল ব্যক্তিত্ব—

i. গুগলিয়েলমো মার্কনি

ii. জগদীশচন্দ্র বসু

iii. অ্যাডা লাভলেস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭০. এমএস ডস কী?

ক. কম্পিউটার অপারেটিং সিস্টেম

খ. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম

গ. ডেটাবেজ

ঘ. ইন্টারনেট প্রটোকল

সঠিক উত্তর

অধ্যায় ১: ৬১.গ ৬২.ঘ ৬৩.খ ৬৪.ক ৬৫.ক ৬৬.ঘ ৬৭.গ ৬৮.ঘ ৬৯.ক ৭০.ক

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা