৪১. সাদা সোনা বলতে কোনটিকে বোঝায়
ক. ইলিশ খ. চিনি
গ. চিংড়ি ঘ. পাট
৪২. Agriculture Holding বলতে কী বোঝায়?
ক. কৃষি খামার খ. কৃষি গবেষণা
গ. কৃষি জোত ঘ. কৃষি উন্নয়ন
৪৩. বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য কোনটি?
ক. প্রকৃতির ওপর নির্ভরশীল
খ. উন্নত প্রযুক্তিনির্ভর
গ. মূলধন নিবিড়
ঘ. বিস্তৃত বাজার
৪৪. নার্সারি স্থাপন প্রধানত কোন কার্যক্রমের অংশ?
ক. ব্যবসা খ. বনায়ন
গ. শিল্পায়ন ঘ. কৃষি উন্নয়ন
৪৫. বর্তমানে নিচের কোনটি কৃষির উপখাত নয়?
ক. পশু পালন খ. মত্স্য সম্পদ
গ. বনজ সম্পদ ঘ. শস্য ও শাকসবজি
৪৬. কোনটি পৃথিবীর প্রাচীন পেশা?
ক. ব্যবসা খ. মত্স্য চাষ
গ. কৃষিকাজ ঘ. কাঠের কাজ
৪৭. মানবসভ্যতার যাত্রা শুরু হয় কোনটির মাধ্যমে?
ক. কৃষি খ. ব্যবসা
গ. পোশাক শিল্প ঘ. কুটিরশিল্প
৪৮. বাংলাদেশের কৃষির অন্যতম বৈশিষ্ট্য কী?
ক. জুম চাষ
খ. লাঙল চাষ
গ. প্রাচীন চাষপ্রদ্ধতি
ঘ. হাল চাষ
৪৯. উৎপাদনে প্রাচীন পদ্ধতি ব্যবহৃত হয় কোথায়?
ক. আদর্শ খামারে
খ. জীবন নির্বাহী খামারে
গ. বাণিজ্যিক খামারে
ঘ. কৃষি খামারে
৫০. মূলধন বেশি বিনিয়োগ হয় কোথায়?
ক. জীবন নির্বাহী খামারে
খ. আদর্শ খামারে
গ. কৃষি খামারে
ঘ. বাণিজ্যিক খামারে
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪১.গ ৪২.গ ৪৩.ক ৪৪.খ ৪৫.ক ৪৬.গ ৪৭.ক ৪৮.গ ৪৯.খ ৫০.ঘ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা