সঠিক উত্তরটি বাছাই করে লেখো:
১. সূর্যের চারদিকে ঘুরছে— ৫টি গ্রহ/ ৪টি গ্রহ/ ৮টি গ্রহ।
২. গ্রহের ঘূর্ণন গতি— বৃত্তাকার/ উপবৃত্তাকার/ সরলরৈখিক
৩. মহাবিশ্বের এক মাথা থেকে অন্য মাথায় আলো পৌঁছাতে সময় লাগে— এক শ বিলিয়ন/ দশ মিলিয়ন/ এক বিলিয়ন বছর।
৪. মহাবিশ্বে গ্যালাক্সির সংখ্যা— এক বিলিয়ন/ এক ট্রিলিয়ন/ পাঁচ বিলিয়ন
৫. আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি— মিল্কিওয়ে/ অ্যান্ড্রোমিডা/ প্রক্সিমা সেন্টরি
৬. আমাদের গ্যালাক্সির নাম— মিল্কিওয়ে/ অ্যান্ড্রোমিডা / প্রক্সিমা সেন্টরি
৭. মিল্কিওয়ে দেখতে—লম্বাকৃতি/ গোলাকৃতি/ সর্পিলাকার/ চ্যাপটা থালার মতো
৮. সূর্যের জ্বালানি— হিলিয়াম/ আর্গন/ হাইড্রোজেন
৯. নক্ষত্রের আলোহীন নিষ্প্রভ অবশেষকে বলা হয়— হোয়াইট ডোয়ার্ফ/ রেড জায়েন্ট/ অ্যান্ড্রোমিডা
১০. ধ্রুবতারা— বৃশ্চিক/সপ্তর্ষিমণ্ডল/ কালপুরুষ নক্ষত্রমণ্ডলীর অন্তর্গত
উত্তর:
১. ৮টি ২. উপবৃত্তাকার ৩. এক শ বিলিয়ন বছর ৪. এক ট্রিলিয়ন ৫. অ্যান্ড্রোমিডা ৬. মিল্কিওয়ে ৭. চ্যাপটা থালার মতো ৮. হাইড্রোজেন ৯. হোয়াইট ডোয়ার্ফ ১০. সপ্তর্ষিমণ্ডল।
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা