পঞ্চম শ্রেণির পড়াশোনা
১. প্রশ্ন: ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে—---আমলে ।
উত্তর: মোঘল
২. প্রশ্ন: ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিকে থাকে—---।
উত্তর: ইংরেজরা
৩. প্রশ্ন: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয় —---সালে।
উত্তর: ১৬০০
৪. প্রশ্ন: নবাব সিরাজ-উদ-দৌলা বাংলার নবাব হন—---সালে।
উত্তর: ১৭৫৬
৫. প্রশ্ন: পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল—---সালে।
উত্তর: ১৭৫৭
৬. প্রশ্ন: বাংলাকে যেকোনো জাতির স্বর্গ বলত—---।
উত্তর: মোঘলরা
৭. প্রশ্ন: কোম্পানির শাসন নামে পরিচিত ১৭৫৭ থেকে—---সাল পর্যন্ত।
উত্তর: ১৮৫৭
৮. প্রশ্ন: বাংলায় ইংরেজ শাসন চলে ১৭৫৭ থেকে—---সাল পর্যন্ত।
উত্তর: ১৯৪৭
৯. প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন—---।
উত্তর: রবার্ট ক্লাইভ
১০. প্রশ্ন: সিপাহি বিদ্রোহ হয় —---সালে।
উত্তর: ১৮৫৭
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা