ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
প্রমিত ভাষা
ভাষার আদর্শ রূপ হচ্ছে প্রমিত ভাষা। এ ভাষায় কথা বললে সব অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে। আঞ্চলিক ভাষার সীমাবদ্ধতাকে অতিক্রমের জন্য প্রমিত ভাষা নির্ধারণ করা হয়। সবাই মান্য করে বলে প্রমিত ভাষাকে ‘মান ভাষা’ও বলে।
প্রমিত ভাষার চর্চা
আমাদের অনেকেই নিয়মিত প্রমিত বাংলায় কথা বলার চর্চা করি, আবার কেউ কেউ করি না। কেউ হয়তো নিজেদের আঞ্চলিক ভাষায় কথা বলতে স্বাছন্দ্যবোধ করি। আবার কেউ হয়তো প্রমিত ও আঞ্চলিক শব্দ মিশিয়ে কথা বলি। ব্যক্তিগত পরিবেশ বা ঘনিষ্ঠ মানুষের সঙ্গে প্রমিত ভাষায় কথা না বলাটা খুবই স্বাভাবিক। ভিন্ন ভিন্ন পরিবেশে প্রমিত ভাষায় কথা বলতে পারাটা একটি দরকারি দক্ষতা। আমাদের মধ্যে যারা আঞ্চলিক ভাষায় কথা বলতে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে অনেক সময়ে হয়তো প্রমিত ভাষায় কথা বলাটা সহজ নয়। তবে নিয়মিত অনুশীলন করলে প্রমিত ভাষায় কথা বলা মোটেই কঠিন নয়। বিভিন্ন পরিস্থিতিগুলোতে আমরা অনেক আঞ্চলিক উচ্চারণ করি।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা