প্রয়োগিক লেখার অনুশীলনে ‘একাত্তরের দিনগুলি’ রচনার ওপর নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও:
১. প্রশ্ন: ‘একাত্তরের দিনগুলি’ কে রচনা করেন?
উত্তর: জাহানারা ইমাম।
২. প্রশ্ন: ‘একাত্তরের দিনগুলি’র মূল প্রতিপাদ্য বিষয় কী?
উত্তর: মুক্তিযুদ্ধের প্রাক্কালের আতঙ্ক ও উত্তেজনা।
৩. প্রশ্ন: ‘একাত্তরের দিনগুলি’র শুরুতে কোন তারিখ দেওয়া আছে?
উত্তর: ১৯ মার্চ, ১৯৭১।
৪. প্রশ্ন: ‘একাত্তরের দিনগুলি’র শেষ দিনের কথায় কোন তারিখ দেওয়া আছে?
উত্তর: ২৩ মার্চ, ১৯৭১।
৫. প্রশ্ন: ‘একাত্তরের দিনগুলি’তে মোট কয় দিনের আলোচনা আছে?
উত্তর: ৩ দিনের।
৬. প্রশ্ন: রুমী কে?
উত্তর: জাহানারা ইমামের বড় ছেলে।
৭. প্রশ্ন: কামরুল হাসানকে কোন নামে ডাকা হতো?
উত্তর: পটুয়া।
৮. প্রশ্ন: ২২ মার্চ, ১৯৭১ কী বার ছিল?
উত্তর: সোমবার।
৯. প্রশ্ন: ২৩ মার্চ ১৯৭১ কোন দিবস পালিত হয়েছিল?
উত্তর: প্রতিরোধ দিবস।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা