[পূর্ববর্তী লেখার পর]
১৯. নিচের কোনটি ঝুঁকি প্রদান সমন্বয় নীতির সহায়ক নীতি নয়?
ক. উপযুক্ত কর নীতি
খ. ঝুঁকি পরিহার নীতি
গ. পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি
ঘ. ব্যবসায় চক্র বিশ্লেষণ নীতি
২০. ঝুঁকি বহুমুখীকরণ বা পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির মূল বক্তব্য কী?
ক. একটিমাত্র সম্পত্তিতে বিনিয়োগ করা
খ. একাধিক সম্পত্তিতে বিনিয়োগ করে ঝুঁকি হ্রাস করা
গ. ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করা
ঘ. পোর্ট বা বন্দর পর্যন্ত পণ্য পৌঁছে দেওয়ার নীতি
২১. ব্যবসায় চক্র বিশ্লেষণ নীতির ক্ষেত্রে কী করা হয়?
ক. ব্যক্তিগত ঝুঁকি পরিমাপ করা হয়
খ. বিভিন্ন অর্থনৈতিক পরিস্থিতিতে ঝুঁকি বিশ্লেষণ করা হয়
গ. ব্যবসায়ের তারল্য পরিমাপ করা হয়
ঘ. সম্পত্তির চক্রবৃদ্ধির হার বিশ্লেষণ করা হয়
২২. তারল্য বৃদ্ধি করলে মুনাফার কী পরিবর্তন হতে পারে?
ক. হ্রাস
খ. বৃদ্ধি
গ. কোনো পরিবর্তন হয় না
ঘ. শতকরা হার বৃদ্ধি
২৩. প্রতিষ্ঠানের তারল্যের সঙ্গে নিচের কোনটির প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে?
ক. স্থায়ী মূলধন খ. বিজ্ঞাপন ব্যয়
গ. চলতি মূলধন ঘ. প্রাতিষ্ঠানিক দক্ষতা
২৪. অর্থের সময় মূল্য নীতিতে কী করা হয়?
ক. বর্তমান অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়
খ. ভবিষ্যতে প্রাপ্য আয়সমূহের বর্তমান মূল্য নির্ণয় করা হয়
গ. অর্থের মাসিক ও বার্ষিক মূল্য বিবেচনা করা হয়
ঘ. অর্থের শুধু অতীত মূল্য বিবেচনা করা হয়
২৫. সম্পদ সর্বোচ্চকরণ নীতির মূল লক্ষ্য কী?
ক. প্রতিষ্ঠানের মানবসম্পদের দক্ষতা বৃদ্ধি
খ. প্রতিষ্ঠানের নিট সম্পদ বৃদ্ধি করা
গ. প্রতিষ্ঠানের দায় সর্বোচ্চকরণ
ঘ. প্রতিষ্ঠানের তারল্য সর্বোচ্চকরণ
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৯.ক ২০.খ ২১.খ ২২.ক ২৩.গ ২৪.খ ২৫.খ
মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]