পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
২১. কোম্পানির অস্তিত্ব কোন ধরনের?
ক. ক্ষণস্থায়ী খ. চিরস্থায়ী
গ. অস্থায়ী ঘ. নির্দিষ্ট
২২. পুঁজিবাদী সমাজের দ্বারা সৃষ্ট বৈষম্য দূরীভূত হয় কিসের মাধ্যমে?
ক. অংশীদারি ব্যবসায়
খ. যৌথ মূলধনী ব্যবসায়
গ. সমবায় সমিতি
ঘ. রাষ্ট্রীয় ব্যবসায়
২৩. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য নিবন্ধকের নিকট জমা দিতে হয়—
i. বিবরণপত্র ii. নিবন্ধনপত্র
iii. ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণাপত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৪. মালিকানার ভিত্তিতে ব্যবসায় কত প্রকার?
ক. ৩ খ. ৪
গ. ৫ ঘ. ৬
২৫. ‘ব্যাংকিং অংশীদারি’ ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত?
ক. ১০ জন খ. ২০ জন
গ. ৩০ জন ঘ. ৫০ জন
২৬. কোন অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না এবং পরিচালনায় অংশগ্রহণ করে না?
ক. সাধারণ অংশীদার
খ. ঘুমন্ত অংশীদার
গ. নামমাত্র অংশীদার
ঘ. সীমিত অংশীদার
২৭. কোন ধরনের ব্যবসায়ে প্রত্যক্ষ তত্ত্বাবধান সম্ভব?
ক. সমবায় সমিতি
খ. রাষ্ট্রীয় ব্যবসায়
গ. একমালিকানা ব্যবসায়
ঘ. অংশীদারি ব্যবসায়
২৮. কারা পাবলিক লিমিটেড কোম্পানির মালিক?
ক. পরিচালকরা খ. কর্মীরা
গ. শেয়ারহোল্ডাররা ঘ. জনসাধারণ
২৯. কোম্পানির জন্ম পত্রিকা বলা হয় কোনটিকে?
ক. আবেদনপত্রকে
খ. দলিলপত্রকে
গ. যোগাযোগপত্রকে
ঘ. নিবন্ধনপত্রকে
৩০. একমালিকানা ব্যবসায়ের দায় কেমন?
ক. অসীম খ. সসীম
গ. সামান্য ঘ. দায় নেই
সঠিক উত্তর
অধ্যায় ৪: ২১.খ ২২.গ ২৩.খ ২৪.গ ২৫.ক ২৬.গ ২৭.গ ২৮.গ ২৯.ঘ ৩০.ক
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা