সংক্ষেপে জেনে রাখি - লসিকা, নিকাশঘর, চিহ্নিত মুদ্রা, অর্থের তারল্য

লসিকা

লাতিন ভাষায় লিম্ফা অর্থ " জল", লিম্ফার বাংলা করলে হয় লসিকা। মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলে। এগুলো ছোট নালির মাধ্যমে সংগৃহীত হয়ে একটি আলাদা নালিকাতন্ত্র গঠন করে থাকে, যাকে লসিকাতন্ত্র বলা হয়। লসিকা ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ। এদের মধ্যে কিছু রোগপ্রতিরোধী কোষ থাকে, যাকে লসিকাকোষ বলে।

নিকাশঘর

বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা–পাওনার ক্লিয়ারিং হাউস হিসেবে দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক। এ কাজটি কেন্দ্রীয় ব্যাংকের নিকাশঘর নামে পরিচিত। দৈনন্দিন ব্যবসা–বাণিজ্যসংক্রান্ত চেক আদান-প্রদানের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে দেনা–পাওনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় ব্যাংকের নিকাশঘর বিভিন্ন ব্যাংকের মধ্যে চেকের মাধ্যমে আন্তব্যাংক দেনা–পাওনা মিটিয়ে থাকে।

চিহ্নিত মুদ্রা

কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রা হচ্ছে দেশের চিহ্নিত মুদ্রা। দেশের কাগুজে মুদ্রার প্রচলন ও মুদ্রাব্যবস্থা স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ। এ মুদ্রার অভ্যন্তরীণ ও বহির্মূল্য যাতে স্থিতিশীল থাকে, তার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের ওপর ন্যস্ত।

অর্থের তারল্য

যেকোনো প্রয়োজনে অন্য বস্তুর চেয়ে অর্থ সহজেই এবং নির্দিষ্ট বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় বলে এটি সর্বজনগ্রাহ্য। এটিই অর্থের তারল্য। অর্থের তারল্য যেকোনো বস্তু অপেক্ষা বেশি। অর্থ দ্বারা যেকোনো দ্রব্য যেকোনো সময় ক্রয় করা যায়। অর্থাৎ অর্থকে যেকোনো সময় অন্য দ্রব্যে রূপান্তরিত করা যায়।