আবেদনের শেষ তারিখ: ৩ মার্চ ২০২৪
ইমদাদ–সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে প্রবাসী বাংলাদেশিদের সেবামলূক প্রতিষ্ঠান স্পন্দনবি ২০২২ সালে এইচএসসি পাস করে বর্তমানে ডিগ্রি পর্যায়ে ১ম বর্ষ (শিক্ষাবর্ষ ২০২২–২৩) বিএসসি অনার্স, বিএসসি অনার্স (কৃষি ও পশুপালনের সব অনষদ), এমবিবিএস, বিডিএস, বিএসসি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএ অনার্স, বিএসএস অনার্স এবং বিএ–তে পড়াশোনা করা মেধাবী ছাত্রছাত্রীদেরকে ইমদাদ–সিতারা খান ফাউন্ডেশন বৃত্তি প্রদান করবে।
এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় ৪র্থবিষয় ছাড়া বিজ্ঞান বিভাগের জন্য ন্যূনতম মোট জিপিএ ৯.৬০ এবং অন্যান্য বিভাগের জন্য ৪র্থ বিষয় ছাড়া জিপিএ ৯.৫০ থাকতে হবে।
দৃষ্টি/শারিরিক প্রতিবন্ধী (স্বাভাবিক জীবনযাপনে সক্ষম নয়)–এর ক্ষেত্রে সব বিভাগে জিপিএ ৮.৫০ থাকতে হবে।
১. বর্তমানে অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের প্রমাণপত্র/প্রত্যয়নপত্রের ফটোকপি (প্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধান/হল সুপার/প্রভোস্ট কর্তৃক সত্যায়িত)।
২. পরীক্ষা পাসের (সব) মার্কশিট/ট্রান্সক্রিপ্টের ফটোকপি (অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক সত্যায়িত)।
৩. সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক সত্যায়িত)।
৪. আবেদনকারী কেন নিজেকে এই বৃত্তির যোগ্য মনে করেন ২৫০–৩৫০ শব্দে তার বর্ণনা (নিজ হাতে বাংলায় লিখিত)।
৫. পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকলে প্রমাণপত্র/প্রত্যয়নপত্রের ফটোকপি (অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক সত্যায়িত)।
৬. শুধ এমবিবিএস এবং বিডিএসের ক্ষেত্রে ২০২১ সালে পাস করা ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবেন।
চেয়ারম্যান, ইমদাদ–সিতারা খান বৃত্তি নির্বাচন কমিটি, বাসা–০৭/২, শ্যামলছায়া–১, ফ্ল্যাট–বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।
আবেদনের শেষ তারিখ: ৩ মার্চ ২০২৪
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: spaandanb.org