৩১. একজন দর্শক একটি সমতল দর্পণের সামনে দাঁড়িয়ে আছে। এ ক্ষেত্রে—
i. দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব দর্শকের উচ্চতার অর্ধেক
ii. দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব দর্শকের উচ্চতার সমান
iii. দর্শক তার ডান হাত ঘুরালে দর্পণে বাম হাত ঘুরছে দেখা যাবে
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২. প্রতিবিম্ব সৃষ্টি হবে—
i. দর্পণে
ii. স্থির পানিতে
iii. কোনো অমসৃণ তলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. পেরিস্কোপে কোন ধরনের দর্পণ ব্যবহার করা যায়?
ক. উত্তল খ. সমতল
গ. অবতল ঘ. সমতোলোত্তন
৩৪. পেরিস্কোপে আলোর কয়বার প্রতিফলন ঘটে?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও
কোনো কোনো সেলুনে চুল কাটা শেষে নাপিত আমাদের পেছনে একটি আয়না ধরেন। ফলে আমরা চুল কীভাবে কাটা হয়েছে, তা দেখতে পাই ।
৩৫. আয়নাটি কী ধরনের দর্পণ?
ক. সম-উত্তল খ. সমতল
গ. উভয় তল ঘ. উত্তল
৩৬. আলোর এ ক্ষেত্রে কতবার প্রতিফলন ঘটে?
ক. একবার খ. দুবার
গ. তিনবার ঘ. চারবার
৩৭. ঘরের দেয়ালে আপতিত আলোর—
i. কিছু অংশ শোষিত হয়
ii. কিছু অংশ প্রতিফলিত হয়
iii. অনিয়মিত প্রতিফলন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. কোনো বস্তুতে আলো পড়ে যদি তা ফিরে না আসে, তাহলে তাকে কী বলে?
ক. শোষণ খ. প্রতিফলন
গ. প্রতিসরণ ঘ. বিশ্লেষণ
৩৯. যে পৃষ্ঠ যত বেশি মসৃণ, তা তত বেশি আলো কী করে?
ক. প্রতিসরিত খ. বিচ্ছুরিত
গ. প্রতিফলিত ঘ. বিক্ষিপ্ত
৪০. কোনো পৃষ্ঠে আলোর পতনকে কী বলে?
ক. প্রতিফলন খ. প্রতিসরণ
গ. শোষণ ঘ. আপতন
সঠিক উত্তর
অধ্যায় ৯: ৩১.গ ৩২.ক ৩৩.খ ৩৪.খ ৩৫.খ ৩৬.খ ৩৭.ক ৩৮.ক ৩৯.গ ৪০.ঘ
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা