পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
৮৯. ফটোশপ প্রোগ্রামের নতুন ফাইল তৈরি করার কমান্ড কোনটি?
ক. Open খ. Prepare
গ. New ঘ. publish
৯০. রেজুলেশন কী?
ক. নির্দিষ্ট পরিমাণ কালার
খ. ছবি বড় হয়ে দৃশ্যমান হওয়া
গ. ছবি ফেটে যাওয়া
ঘ. নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণ
৯১. ফটোশপ নতুন ফাইলের মাপ নির্ধারণে ব্যবহৃত একক কোনটি?
ক. Inches খ. Points
গ. pixel ঘ. সবগুলো
৯২. ফটোশপে ফাইলের মাপনির্ধারণী একক হিসেবে সাধারণত কী থাকে?
ক. points খ. cm
গ. inches ঘ. pixel
৯৩. ছবির বগার্কার ক্ষুদ্রতম একককে কী বলা হয়?
ক. ইঞ্চি খ. বর্গ
গ. পিক্সেল ঘ. সেন্টিমিটার
৯৪. ইঞ্চি প্রতি ৭২ পিক্সেল হলে এক বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ কত?
ক. ৫০৮০ খ. ৫১৮৪
গ. ৮১০০ ঘ. ১৬৯০০
৯৫. ইঞ্চি প্রতি ৭২ পিক্সেল কথাটির অর্থ কী?
ক. প্রতি ইঞ্চিতে পিক্সেলের পরিমাণ
খ. ছবি ফেটে যাওয়া
গ. ইমেজের বর্গাকার একক
ঘ. এক ইঞ্চিতে আড়াআড়ি ও খাড়াখাড়ি ৭২টি পিক্সেলের ৭২টি করে লাইন
৯৬. RGB শব্দের অর্থ কী?
ক. Red Gradient Blue
খ. Red Green Bitmap
গ. Red Grayscale Blue
ঘ. Red Green Blue
৯৭. শিল্পীর ছবি আঁকার ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে?
ক. ফটোশপ ব্যাকগ্রাউন্ড
খ. কালার মোড
গ. প্যালেট ঘ. ডকুমেন্ট
৯৮. ফটোশপে কাজ করার জন্য কত প্রকার tool রয়েছে?
ক. ৫৯ খ. ৬৯
গ. ৭৯ ঘ. ৮৯
৯৯. ফটোশপে বিভিন্ন প্রকার প্যালেটের অবস্থান কোথায়?
ক. পর্দার নিচে খ. পর্দার ডান পাশে
গ. মেনু বারে ঘ. স্ক্রলবারে
১০০. ফটোশপে কাজ করার জন্য ব্যবহার করা হয় কোনটি?
ক. প্যালেট খ. টুলবক্স
গ. কালার মোড ঘ. সবগুলো
১০১. মিনিমাইজ আইকনটি দেখতে কিসের মতো?
ক. যোগ চিহ্ন
খ. বিয়োগ চিহ্ন
গ. ছোট থাম্বনেইলের মতো
ঘ. গোলাকৃতি
১০২. টুলবক্সের একেবারে ওপরের দিকে কয়টি সিলেকশন টুল রয়েছে?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৭টি
১০৩. ফটোশপে টুলবক্সের একেবারে ওপরের দিকে কয়টি মুভ টুল রয়েছে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
১০৪. ল্যাসো tool কী ধরনের টুল?
ক. মুভ টুল খ. সিলেকশন টুল
গ. কালার টুল ঘ. ছবি কাটার টুল
১০৫. বর্গাকার সিলেকশন তৈরি করা যায় কোন টুল দিয়ে?
ক. Elliptical Marquee tool
খ. Rectangular Marquee tool
গ. Pen tool
ঘ. Move tool
১০৬. বৃত্তাকার সিলেকশন তৈরিতে ব্যবহৃত tool কোনটি?
ক. Circle tool
খ. Rectangular Marquee tool
গ. Text tool
ঘ. Elliptical Marquee tool
১০৭. ফটোশপে অবজেক্ট তৈরির কাজ করা যায় নিচের কোন tool ব্যবহারে?
ক. টেক্সট টুল খ. মার্কি টুল
গ. ক্রপ টুল ঘ. মুভ টুল
১০৮. সিলেকশন tool-এর পর্দায় আকৃতি কীরূপ?
ক. যোগ চিহ্নের মতো
খ. ত্রিকোণাকার
গ. বিয়োগ চিহ্নের মতো
ঘ. লাইনের মতো
১০৯. মার্কি tool মোট কয়টি?
ক. ২ খ. ৪
গ. ৫ ঘ. ৭
১১০. মার্কি সিলেকশন টুলের সাহায্যে—
i. বৃত্তাকার সিলেকশন করা যায়
ii. ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা যায়
iii. অবজেক্ট তৈরি করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১১. ফটোশপে কয় ধরনের ল্যাসো টুল রয়েছে?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৮৯. গ ৯০. ঘ ৯১. ঘ ৯২. ঘ ৯৩. গ ৯৪. খ ৯৫. ঘ ৯৬. ঘ ৯৭. ক ৯৮. খ ৯৯. খ ১০০. ঘ ১০১. খ ১০২. ক ১০৩. ক ১০৪. খ ১০৫. খ ১০৬. ঘ ১০৭. খ ১০৮. ক ১০৯. খ ১১০. খ ১১১. ক
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা