পঞ্চম শ্রেণির পড়াশোনা
৩১. প্রশ্ন: ভাবিলেন আজি নিস্তার নাই।
উত্তর: ভাবলেন, আজ নিস্তার নাই।
৩২. প্রশ্ন: দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে।
উত্তর: দেখলাম আমি দাঁড়িয়ে তফাতে।
৩৩. প্রশ্ন: তাহার কথা শুনিয়া মা হাসিলেন।
উত্তর: তার কথা শুনে মা হাসলেন।
৩৪. প্রশ্ন: জগদীশ চন্দ্র বসু অনেক গবেষণা করিয়াছেন।
উত্তর: জগদীশ চন্দ্র বসু অনেক গবেষণা করেছেন।
৩৫. প্রশ্ন: জেলেরা নদীতে মাছ ধরিয়া থাকে।
উত্তর: জেলেরা নদীতে মাছ ধরে থাকে।
৩৬. প্রশ্ন: নদীর তীরে কাশফুল ফুটিয়া থাকে।
উত্তর: নদীর তীরে কাশফুল ফুটে থাকে।
৩৭. প্রশ্ন: আমার উপদেশ তাহাদের কাছে পৌঁছাইয়া দিয়ো।
উত্তর: আমার উপদেশ তাহাদের কাছে পৌঁছে দিয়ো।
৩৮. প্রশ্ন: তোমরা আমার কথা মনোযোগ দিয়া শোনো।
উত্তর: তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো।
৩৯. প্রশ্ন: গল্পের মজলিশে কথা উঠিল।
উত্তর: গল্পের মজলিশে কথা উঠল।
৪০. প্রশ্ন: শাঁ শাঁ করিয়া গাড়ি ছুটিতে লাগিল।
উত্তর: শাঁ শাঁ করে গাড়ি ছুটতে লাগল।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা