[পূর্ববর্তী লেখার পর]
১০. ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ এটি কোন শ্রেণির গীতিকবিতা?
ক. ভক্তিমূলক
খ. প্রেমমূলক
গ. স্বদেশপ্রীতিমূলক
ঘ. প্রকৃতিবিষয়ক
১১. আখ্যানভাগ কী?
ক. কাহিনি–সমগ্র
খ. উপস্থাপিত কাহিনি ও চরিত্রের সমন্বয়
গ. উপন্যাসের সূচনা ও পরিণতি
ঘ. উপন্যাসে গল্পের প্রাসঙ্গিকতা
১২. প্রবন্ধের প্রধান বাহন কী?
ক. চরিত্র খ. কাহিনি
গ. সংলাপ ঘ. বিষয়বস্তু
১৩. ছন্দোবদ্ধ ভাষায় যে সাহিত্য লেখা হয়, তাকে কী বলে?
ক. কবিতা খ. নাটক
গ. গল্প ঘ. উপন্যাস
১৪. নিচের কোন সাহিত্যিক তাঁর সব নাটক কবিতায় রচনা করেছেন?
ক. উইলিয়াম শেক্সপিয়ার
খ. জর্জ বার্নার্ড শ
গ. জন মিল্টন
ঘ. ডোরিস লোসিং
১৫. নাটকের অঙ্ক বিভাগ কোন বিষয় সমর্থন করে?
ক. দৃশ্যের ভাগ খ. বিষয়ের ভাগ
গ. অঙ্কের ভাগ ঘ. রস বিচার
১৬. নাটকের মোটা দাগ বিভাজন কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১৭. কোন ধরনের নাটক সবচেয়ে বেশি জনপ্রিয়?
ক. ট্র্যাজেডি খ. কমেডি
গ. প্রহসন ঘ. একাঙ্কিক
১৮. সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি?
ক. সৃজনশীলতা খ. সৌন্দর্য সৃষ্টি
গ. আনন্দ দান ঘ. নান্দনিকতা
১৯. সাহিত্যের কোন শাখা সর্বাধিক পঠিত?
ক. কবিতা খ. নাটক
গ. উপন্যাস ঘ. ছোটগল্প
২০. উপন্যাসের প্রধান উপজীব্য কোনটি?
ক. প্লট খ. চরিত্র
গ. কাহিনি ঘ. গ্রন্থিমোচন
সঠিক উত্তর
সাহিত্যের রূপ ও রীতি: ১০.গ ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.ক ১৯.গ ২০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]