পঞ্চম শ্রেণি - বাংলা | বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লেখো (১৯-২০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

বিরামচিহ্ন

১৯. প্রশ্ন: প্রতি বছর ১৪ই ডিসেম্বর আমরা পালন করি শহিদ বুদ্ধিজীবী দিবস এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তাঁরা তাঁদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না আমরা তাঁদের স্মরণ করব চিরদিন

উত্তর: প্রতি বছর ১৪ই ডিসেম্বর আমরা পালন করি ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’। এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তাঁরা। তাঁদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না। আমরা তাঁদের স্মরণ করব চিরদিন।

২০. প্রশ্ন: মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা যান ছুটে তার কাছে বলেন লাখ লাখ সুচ চাও তো আমি দিতে পারি এ কথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতার পুঁটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা ধরে

উত্তর: মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা যান ছুটে তার কাছে। বলেন, লাখ লাখ সুচ চাও তো? আমি দিতে পারি। এ কথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতার পুঁটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা ধরে।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা