পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
২১. কোন যুদ্ধকে আহযাবের যুদ্ধ বলা হয়?
ক. বদর খ. ওহুদ
গ. খন্দক ঘ. তাবুক
২২. কোন যুদ্ধে হজরত মুহাম্মদ (সা.) পরিখা খনন করেন?
ক. বদর খ. ওহুদ
গ. খন্দক ঘ. হুনাইন
২৩. হুদায়বিয়ার সন্ধি কত খ্রিষ্টাব্দে স্বাক্ষরিত হয়?
ক. ৬২২ খ. ৬২৪
গ. ৬২৮ ঘ. ৬৩০
২৪. হুদায়বিয়ার সন্ধির লেখক কে?
ক. ওসমান (রা.)
খ. আলী (রা.)
গ. জায়েদ বিন সাবিত (রা.)
ঘ. সুহায়েল বিন আমর
২৫. ‘সাইফুল্লাহ’ বা আল্লাহর তরবারি কার উপাধি?
ক. জায়েদ বিন সাবিত (রা.)
খ. আলি (রা.)
গ. আমির হামজা (রা.)
ঘ. খালিদ বিন ওয়ালিদ (রা.)
২৬. কত খ্রিষ্টাব্দে হজরত মুহাম্মদ (সা.)–এর বিদায় হজ অনুষ্ঠিত হয়?
ক. ৬২৮ খ. ৬২৯
গ. ৬৩০ ঘ. ৬৩২
২৭. হুজ্জাতুল বিদা অর্থ কী?
ক. মুলতুবি হজ খ. বদলি হজ
গ. বিদায় হজ ঘ. মুসাফিরের হজ
২৮. কী কারণে হজরত মুহাম্মদ (সা.) ‘আল আমিন’ উপাধি লাভ করেন?
ক. আল্লাহর একত্ববাদে বিশ্বাসীর জন্য
খ. হিলফুল ফুজুল গঠনের কারণে
গ. সত্যের প্রতি গভীর অনুরাগ হওয়াতে
ঘ. মানুষের সেবা করার জন্য
২৯. পবিত্র কোরআনে ‘ফতহুম মুবিন’ বলা হয়েছে কোনটিকে?
ক. হুদাইবিয়ার সন্ধিকে
খ. মক্কা বিজয়কে
গ. হিলফুল ফুজুলকে
ঘ. মদিনা সনদকে
৩০. মক্কা বিজয়ের মূল কারণ কী ছিল?
ক. কুরাইশদের সমুচিত শিক্ষাদান
খ. মক্কার নির্যাতিত মুসলমানদের আমন্ত্রণ
গ. কুরাইশদের হুদাইবিয়ার সন্ধির শর্ত ভঙ্গ
ঘ. মদিনাবাসীর সন্তুষ্টির জন্য
সঠিক উত্তর
অধ্যায় ২: ২১.গ ২২.গ ২৩.গ ২৪.খ ২৫.ঘ ২৬.ঘ ২৭.গ ২৮.গ ২৯.ক ৩০.গ
শেখ মো. জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)