নবম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১১

২১. পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি কে ছিলেন?

ক. কাজী মোতাহার হোসেন

খ. এ কে ফজলুল হক

গ. মাওলানা আকরাম খাঁ

ঘ. লিয়াকত আলী খান

২২. রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর ঘোষণার ফলে কী হয়?

ক. সংখ্যাগরিষ্ঠের মতামত পরিলক্ষিত হয়

খ. সংখ্যাগরিষ্ঠের মতামত উপেক্ষিত হয়

গ. ইসলামি ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়

ঘ. রাষ্ট্রের উন্নতি ঘটে

২৩. ২১ ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় ছাত্রদের সভা জনসমুদ্রে পরিণত হয়েছিল?

ক. আমতলায় খ. দোয়েল চত্বরে

গ. ডাকসু ভবনে ঘ. বটতলায়

২৪. ভাষা আন্দোলনের বিস্তৃতি ঘটেছিল কোথায় কোথায়?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চলে

খ. চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে

গ. যশোর–খুলনা অঞ্চলে

ঘ. দেশব্যাপী

২৫. ভাষা আন্দোলন ব্যাপক রূপলাভ করে কখন?

ক. ১৯৪৯ সালে খ. ১৯৫০ সালে

গ. ১৯৫১ সালে ঘ. ১৯৫২ সালে

২৬. ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি গণবিক্ষোভ শুরু হয়েছিল কী কারণে?

ক. বর্বরোচিত হত্যাকাণ্ডের জন্য

খ. গণগ্রেপ্তারের জন্য

গ. ১৪৪ ধারা ভঙ্গের জন্য

ঘ. ছাত্রদের নির্যাতনের জন্য

২৭. পাকিস্তানের শতকরা কত ভাগ মানুষের মাতৃভাষা ছিল বাংলা?

ক. ৫৪.০ খ. ৫৬.৪

গ. ৫৭.৪ ঘ. ৫৮.৪

২৮. পূর্ব বাংলার ইতিহাসে নতুন রাজনৈতিক স্রোতোধারা সৃষ্টি করে কোনটি?

ক. ভাষা আন্দোলন

খ. ২১ দফা

গ. ছয় দফা

ঘ. ১৯৫৪ সালের নির্বাচন

২৯. তমদ্দুন মজলিস কী?

ক. ভাষা আন্দোলনের প্রথম সংগঠন

খ. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ

গ. পূর্ব বাংলা ভাষা কমিটি

ঘ. রাষ্ট্রভাষা মুক্তি পরিষদ

৩০. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সূচনালগ্ন কোনটি?

ক. ভাষা আন্দোলন

খ. শিক্ষা আন্দোলন

গ. ভারত–পাকিস্তান যুদ্ধ

ঘ. সামরিক যুদ্ধ

সঠিক উত্তর

অধ্যায় ১১: ২১.ক ২২.খ ২৩.ক ২৪.ঘ ২৫.ঘ ২৬.ক ২৭.খ ২৮.ক ২৯.ক ৩০.ক

মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)