পঞ্চম শ্রেণির পড়াশোনা
৭. প্রশ্ন: এককথায় প্রকাশ করে উত্তরপত্রে লেখো।
১. যেখান জনগণ বসবাস করে
২. ছাপ দ্বারা অঙ্কিত
৩. যা বহুকাল পূর্বের
৪. ইতিহাস জানেন যিনি
৫. বিশেষ যে উদাহরণ
উত্তর
১. যেখানে জনগণ বসবাস করে—জনপদ
২. ছাপ দ্বারা অঙ্কিত—ছাপাঙ্কিত
৩. যা বহুকাল পূর্বের—প্রাচীন
৪. ইতিহাস জানেন যিনি—ঐতিহাসিক
৫. বিশেষ যে উদাহরণ—নিদর্শন
৮. প্রশ্ন: নিচের বাক্যগুলোর দাগ দেওয়া শব্দের বিপরীত শব্দ লেখো।
ক. গতকাল চট্টগ্রামে ভারী ভূমিকম্প অনুভূত হয়েছে।
খ. লোহার সামনের অংশটুকু ছিল চোখা।
গ. ডান পথটি ছিল আমাদের শহর থেকে অনেকটা দূরে।
ঘ. আমাদের এলাকার মাটি খুব শক্ত নয়।
ঙ. লোকটি আসলেই উঁচু মনের মানুষ।
উত্তর: ক. হালকা, খ. ভোঁতা, গ. কাছে, ঘ. নরম, ঙ. নিচু।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা