নিচে তিন ধরনের বাক্যের নমুনা দেওয়া হলো। এগুলো কোন ধরনের বাক্য এবং তার কারণ কী, তা খুঁজে বের করো।
১. শাহেদ বই পড়ছে।
- এটি একটি সরল বাক্য। কারণ, এখানে একটি মাত্র ‘সমাপিকা ক্রিয়া আছে। সেই ক্রিয়াটি হলো: পড়ছে।
২. যদি আমার কথা শোনো, তবে তোমার ভালো হবে।
- এটি একটি জটিল বাক্য। কারণ, এখানে জোড়া শব্দ আছে। সেই জোড়া শব্দ হলো: যদি-তবে।
৩. অনেক খুঁজলাম, তবু ঘড়িটি খুঁজে পেলাম না।
- এটি একটি যৌগিক বাক্য। কারণ, এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত। সেই যোজকটি হলো: তবু। আর এখানে দুটি সমাপিকা ক্রিয়া আছে। সমাপিকা ক্রিয়া দুটি হলো: খুঁজলাম, খুঁজে পেলাম।
৪. তুমি কোথা থেকে এসেছ?
- এটি একটি সরল বাক্য। কারণ, এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে।
সেই ক্রিয়াটি হলো: এসেছ।
৫. যেমন কাজ করেছ, তেমন ফল পেয়েছ।
- এটি একটি জটিল বাক্য। কারণ, এখানে জোড়া শব্দ আছে। সেই জোড়া শব্দ হলো: যেমন-তেমন।
৬. আমি সকালে হাঁটি, আর তিনি বিকালে হাঁটেন।
- এটি একটি যৌগিক বাক্য। কারণ, এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত। সেই যোজকটি হলো: আর। তা ছাড়া এখানে দুটি সমাপিকা ক্রিয়া আছে। সমাপিকা ক্রিয়া দুটি হলো: হাঁটি, হাঁটেন।
৭. সে ভাত খেয়ে স্কুলে গেল।
- এটি একটি সরল বাক্য। কারণ, এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে। সেই ক্রিয়াটি হলো: গেল ।
৮. আমি পড়াশোনা শেষ করব, তারপর খেলতে যাব।
- এটি একটি যৌগিক বাক্য। কারণ, এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত। সেই যোজকটি হলো: তারপর। তা ছাড়া এখানে দুটি সমাপিকা ক্রিয়া আছে। সমাপিকা ক্রিয়া দুটি হলো: করব, যাব।
৯. যখন তুমি আসবে, তখন আমরা রান্না শুরু করব।
- এটি একটি জটিল বাক্য। কারণ, এখানে জোড়া শব্দ আছে। সেই জোড়া শব্দ হলো: যখন-তখন।
১০. আজ ভোরে সুন্দর একটা পাখি দেখতে পেলাম।
- এটি একটি সরল বাক্য। কারণ, এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে। সেই ক্রিয়াটি হলো: দেখতে পেলাম।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা