[পূর্ববর্তী লেখার পর]
৩৮. বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশে নদীর বেশি প্রয়োজন—
i. জীবিকার্জনে
ii. যোগাযোগে
iii. চিত্তবিনোদনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. নদীর প্রবাহ দুর্বল হয়ে যাওয়ার কারণ—
i. শিল্পবর্জ্য
ii. পলি জমা
iii. বাঁধ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. চিরহরিৎ বনভূমির গাছের পাতা—
i. একত্রে ফোটে না
ii. একত্রে ঝরে না
iii. একত্রে ফোটে এবং একত্রে ঝরে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১. ধরলা ও তিস্তা কার উপনদী?
ক. ব্রহ্মপুত্রের খ. যমুনার
গ. মেঘনার ঘ. পদ্মার
৪২. ঢাকা শহরের অধিবাসীদের দ্বারা সৃষ্ট দূষণ দূর করা যায়—
i. নাগরিক সচেতনতার মাধ্যমে
ii. নিরাপত্তারক্ষী দ্বারা
iii. সরকারি পদক্ষেপ দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. করতোয়া ও আত্রাই কার উপনদী?
ক. যমুনার
খ. কর্ণফুলীর
গ. পদ্মার
ঘ. আড়িয়াল খাঁর
৪৪. তিস্তা ব্যারাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—
i. বন্যা প্রতিরোধে
ii. পানিনিষ্কাশন ব্যবস্থায়
iii. পানি সেচে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. ‘নদী বাঁচাও’ কর্মসূচি পালনের মূল উদ্দেশ্য হলো—
i. জনসচেতনতা বৃদ্ধি
ii. নদীর গুরুত্ব উপস্থাপন
iii. কৃত্রিম নদী সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. বাংলাদেশে নদ-নদী হারিয়ে যাওয়ার কারণ কী?
ক. পলি জমা খ. বাঁধ
গ. পাহাড়ধস ঘ. ভূমিকম্প
৪৭. ‘রাঙখিয়াং কী?
ক. এক ধরনের বৃক্ষ
খ. ঝরনা
গ. কর্ণফুলীর উপনদী
ঘ. গারোদের উৎসব
৪৮. বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী গঙ্গা–পদ্মাবিধৌত অঞ্চলের আয়তন কত?
ক. ৩৪,১৮৮ বর্গ কি.মি.
খ. ৩৮,১৯৮ বর্গ কি.মি.
গ. ৪০,১৮৮ বর্গ কি.মি.
ঘ. ৪৪,২৮০ বর্গ কি.মি.
৪৯. বাংলাদেশের ভূখণ্ডে ৭০০টি নদ–নদীর দৈর্ঘ্য কত?
ক. ২২,১৫৫ কি.মি.
খ. ২২,৮৫৯ কি.মি.
গ. ২৩,১৫০ কি.মি
ঘ. ২৪,১৫৫ কি.মি.
৫০. ‘কাসালাং’ কোন নদীর উপনদী?
ক. কর্ণফুলী খ. তিস্তা
গ. মেঘনা ঘ. করতোয়া
৫১. তিস্তা ব্যারাজ প্রকল্পটি কত সালে নির্মিত হয়েছিল?
ক. ১৯৭১–৭২ সালে
খ. ১৯৯৭–৯৮ সালে
গ. ১৯৯৯–২০০০ সালে
ঘ. ২০০১–২০০৩ সালে
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৩৮.ক ৩৯.ঘ ৪০.ক ৪১.ক ৪২.খ ৪৩.ক ৪৪.ঘ ৪৫.ক ৪৬.ক ৪৭.গ ৪৮.ক ৪৯.ক ৫০.ক ৫১.খ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]