এইচএসসি পরীক্ষা চলে এল। এবারও তোমরা সৃজনশীল সংক্ষিপ্ত সিলেবাসেই পরীক্ষা দেবে। রসায়ন প্রথম পত্রের নির্ধারিত অধ্যায়গুলো হলো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম। এ অধ্যায়গুলো থেকে মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে পাঁচটির। আর বহুনির্বাচনি অংশে থাকবে ২৫টি প্রশ্ন। সব কটির উত্তরই করতে হবে। বাকি ২৫টি থাকবে তোমার ব্যবহারিকের জন্য।
দ্বিতীয় অধ্যায়: কোয়ান্টাম সংখ্যার সাহায্যে তৃতীয় ও চতুর্থ শক্তিস্তরের মোট e-ধারণক্ষমতা ইলেকট্রন স্থানান্তরের জন্য নির্গত শক্তি, দ্রাব্যতা ও সে সংশ্লিষ্ট অঙ্কের সমাধানগুলো ভালো করে দেখে নেবে। অঙ্কের সঙ্গে সংশ্লিষ্ট একক লিখতে ভুলবে না।
তৃতীয় অধ্যায়: আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, সংকরীকরণের উপায় বেশি করে পড়বে। এ ছাড়া রাসায়নিক বন্ধন, পোলারাইজেশন ও পোলারিটি অংশে মনোযোগ দেবে। গাণিতিক সমস্যাগুলো ঠিকমতো করবে।
চতুর্থ অধ্যায়: এই অধ্যায়ের সাম্যাবস্থা, সংশ্লিষ্ট লা-শাতেলিয়ারের নীতি, সামান্তক নির্ণয়ের রাশিমালা, বাকার দ্রবণ, PH নির্ণয়সংশ্লিষ্ট বিষয়গুলো ভালো করে আয়ত্ত করে নেবে।
পঞ্চম অধ্যায়: চিনি, লবণ, ভিনেগার ও কিছু কৃত্রিম খাদ্য সংরক্ষণে, যেমন BHT, LDTA এগুলো কী ধরনের প্রিজারভেটিভ, তা অবশ্যই জেনে রাখবে। বহুনির্বাচনি প্রতিটি অধ্যায় থেকে থাকবে। এর উত্তর খুব কাছাকাছি থাকে, তাই মনোযোগ সহকারে পড়বে, তবেই ভালো করবে।