১. বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ কিসে যোগ দেন?
ক. বাংলাদেশ রাইফেলসে
খ. ইস্ট পাকিস্তান রাইফেলসে
গ. বাংলাদেশ নেভিতে
ঘ. কোনোটিই নয়
উত্তর: খ. ইস্ট পাকিস্তান রাইফেলসে
২. বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখের জন্ম কবে?
ক. ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি
খ. ১৯৩৮ সালের ২৬ ফেব্রুয়ারি
গ. ১৯৩৬ সালের ২৬ জানুয়ারি
ঘ. ১৯৩৭ সালের ২৬ জানুয়ারি
উত্তর: ক. ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি
৩. মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের কয়টি স্পিডবোট ডুবে গিয়েছিল?
ক. পাঁচটি খ. আটটি
গ. সাতটি ঘ. নয়টি
উত্তর: গ. সাতটি
৪. বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফকে সমাহিত করা হয় কোথায়?
ক. বোয়ালমারীর সালামতপুর
খ. বকশিবাজার
গ. নানিয়ারচরের চিংড়িখাল
ঘ. বুড়িঘাট
উত্তর: গ. নানিয়ারচরের চিংড়িখাল
৫. খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন কোন বীর মুক্তিযোদ্ধা?
ক. নূর মোহাম্মদ শেখ
খ. মুন্সী আব্দুর রউফ
গ. মোস্তফা কামাল
ঘ. মোহাম্মদ রুহুল আমিন
উত্তর: ঘ. মোহাম্মদ রুহুল আমিন
৬. আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লেখো।
ক. শহিদ দিবস
খ. স্বাধীনতা দিবস
গ. বাংলা নববর্ষ
ঘ. শহিদ বুদ্ধিজীবী দিবস
ঙ. বিজয় দিবস
উত্তর:
ক. শহিদ দিবস — ২১ ফেব্রুয়ারি
খ. স্বাধীনতা দিবস — ২৬ মার্চ
খ. বাংলা নববর্ষ — ১ বৈশাখ
ঘ. শহিদ বুদ্ধিজীবী দিবস — ১৪ ডিসেম্বর
ঙ. বিজয় দিবস — ১৬ ডিসেম্বর
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা