৪১. ‘ডেলটা’ কোন ভাষার শব্দ?
ক. গ্রিক খ. বাংলা
গ. হিন্দু ঘ. স্প্যানিশ
৪২. পৃথিবীর সমগ্র ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৪৩. পর্বত সমুদ্রতল থেকে কত মিটার উঁচু হয়?
ক. ৩০০ মিটার খ. ৫০০ মিটার
গ. ৮০০ মিটার ঘ. ১০০০ মিটার
৪৪. পাহাড়ের উচ্চতা কত মিটার?
ক. ৩০০-৫০০ মিটার
খ. ৪০০-৭০০ মিটার
গ. ৫০০-৯০০ মিটার
ঘ. ৬০০-১০০০ মিটার
৪৫. উত্পত্তিগত বৈশিষ্ট্য ও গঠন–প্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত কয় প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
৪৬. নিচের কোনটি ভঙ্গিল পর্বতের উদাহরণ?
ক. হেনরি পর্বত খ. লবণ পর্বত
গ. সাতপুরা পর্বত ঘ. আল্পস পর্বত
৪৭. রকি পর্বত কোথায় অবস্থিত?
ক. এশিয়ায়
খ. উত্তর আমেরিকায়
গ. দক্ষিণ আমেরিকায়
ঘ. ইউরোপে
৪৮. আল্পস পর্বত কোথায় অবস্থিত?
ক. এশিয়ায়
খ. দক্ষিণ আমেরিকায়
গ. ইউরোপে
ঘ. উত্তর আমেরিকায়
৪৯. কোন পর্বত সাধারণত মোচাকৃতির হয়ে থাকে?
ক. আগ্নেয় পর্বত খ. ভঙ্গিল পর্বত
গ. স্তূপ পর্বত ঘ. ল্যাকোলিথ পর্বত
৫০. হেনরি পর্বত কোথায় অবস্থিত?
ক. জাপানে খ. যুক্তরাষ্ট্রে
গ. ফিলিপাইনে ঘ. জার্মানিতে
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৪১.ক ৪২.খ ৪৩.ঘ ৪৪.ঘ ৪৫.গ ৪৬.ঘ ৪৭.খ ৪৮.গ ৪৯.ক ৫০.খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা