হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ১,অধ্যায় ২

অধ্যায় ১, পরিচ্ছেদ ১

১. জ্ঞানীর কাছে ঈশ্বর কেমন?

ক. ব্রহ্ম খ. পরমাত্মা

গ. ভগবান ঘ. পরমেশ্বর

২. ভক্তদের কাছে ঈশ্বর কী নামে পরিচিত?

ক. ভগবান খ. বৈষ্ণব

গ. পরমাত্মা ঘ. ব্রহ্ম

৩. ‘স্বয়ম্ভু’ শব্দের অর্থ কী?

ক. অনন্তরূপ

খ. যিনি নিজে নিজে সৃষ্টি হয়েছেন

গ. মহিমা

ঘ. নিজে নিজে বিনাশ

৪. আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করে, তখন তাকে কী বলে?

ক. জীবাত্মা খ. পরমাত্মা

গ. আত্মা ঘ. ব্রহ্ম

৫. ‘ব্রহ্ম’ শব্দের অর্থ কী?

ক. সর্বোত্কৃষ্ট খ. সর্ববৃহৎ

গ. সর্বব্যাপী ঘ. সর্বজ্ঞানী

৬. কার মধ্যে সবকিছুর অবস্থান?

ক. পুরোহিত খ. ব্রাহ্মণ

গ. ব্রহ্ম ঘ. কূর্ম

৭. সকল কর্মের ফলদাতা কে?

ক. বৃহ্মা খ. বিষ্ণু

গ. শিব ঘ. ঈশ্বর

৮. ঈশ্বরের মধ্যে কয়টি গুণ বিদ্যমান থাকায় তাঁকে ভগবান বলা হয়?

ক. ৫টি খ. ৬টি

গ. ৭টি ঘ. ৮টি

৯. ঈশ্বর যখন জীবকে দয়া করেন, তখন তাঁকে কী বলা হয়?

ক. দয়াবান খ. ভগবান

গ. ভগ ঘ. বৈরাগ্য

১০. ‘অবতার’ কী?

ক. বিষ্ণুর বিভিন্ন রূপ

খ. শক্তির বিভিন্ন রূপ

গ. জগতের কল্যাণ

ঘ. পৃথিবীর রূপ

১১. অবতার অসংখ্য কোন গ্রন্থে বলা হয়েছে?

ক. বেদে খ. পুরাণে

গ. মহাভারতে ঘ. গীতায়

১২. ভগবান কয়টি গুণে গুণান্বিত?

ক. ৬টি খ. ৮টি

গ. ১০টি ঘ. ৫১২টি

১৩. বিষ্ণুর তৃতীয় অবতার কোনটি?

ক. বামন খ. কূর্ম

গ. বরাহ ঘ. রাম

১৪. সর্বশেষ অবতারের নাম কী?

ক. বুদ্ধ খ. কল্কি

গ. বরাহ ঘ. নৃসিংহ

১৫. বিষ্ণু প্রথম কীরূপে অবতীর্ণ হন?

ক. বামন খ. বরাহ

গ. কূর্ম ঘ. মত্স্য

১৬. ঈশ্বর কয়টি প্রধান ক্রিয়া সাধন করে থাকেন?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

১৭. ধ্বংসের দেবতা বলা হয় কাকে?

ক. ব্রহ্মা খ. বিষ্ণু

গ. শিব ঘ. ইন্দ্র

১৮. কারা পূজার মাধ্যমে সন্তুষ্ট হন?

ক. ব্রহ্মা খ. বিষ্ণু

গ. দেবতারা ঘ. গণেশ ও কার্তিক

১৯. সৃষ্টির দেবতা কে?

ক. ব্রহ্মা খ. শিব

গ. বিষ্ণু ঘ. দুর্গা

২০. রক্ষাকর্তা হিসেবে আমরা কাকে পূজা করি?

ক. কার্তিক খ. গণেশ

গ. বিষ্ণু ঘ. ঈশ্বর

২১. শিবের মাধ্যমে ঈশ্বর নিজের কোন কাজ সম্পাদন করে থাকেন?

ক. সৃষ্টি

খ. প্রলয়

গ. জগতের প্রতিপালন

ঘ. দুষ্টের দমন

২২. সিদ্ধি দেবতা কে?

ক. গণেশ খ. সরস্বতী

গ. কালী ঘ. কার্তিক

২৩. শাশ্বত ক্ষমতা ও শক্তির আধার কে?

ক. দেবী কালী খ. মহেশ্বর

গ. কার্তিক ঘ. বিষ্ণু

২৪. সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী কে?

ক. লক্ষ্মী খ. সরস্বতী

গ. দুর্গা ঘ. শীতলা

২৫. কোনটি মনের দৃঢ়তা বৃদ্ধি করে?

ক. ধ্যান খ. শিক্ষা

গ. নৈতিকতা ঘ. উপাসনা

সঠিক উত্তর

অধ্যায় ১, পরিচ্ছেদ ১: ১.ক ২.ক ৩.খ ৪.খ ৫.খ ৬.গ ৭.ঘ ৮.খ ৯.খ ১০.ক ১১.খ ১২.ক ১৩. গ ১৪.খ ১৫.ঘ ১৬.খ ১৭.গ ১৮.গ ১৯.ক ২০.গ ২১.খ ২২.ক ২৩.ক ২৪.ক ২৫.ঘ

অধ্যায় ১, পরিচ্ছেদ ২

১. সাধারণ অর্থে সেবা বলতে নিচের কোনটিকে বোঝায়?

ক. পরিচর্যা করা

খ. সাহায্য

গ. সহানুভূতি দেখানো

ঘ. ভালোবাসা

২. নিচের কোনটি হিন্দুধর্মের প্রধান অঙ্গ হিসেবে বিবেচিত?

ক. ঈশ্বরসেবা খ. অতিথিসেবা

গ. জীবসেবা ঘ. দেব-দেবীর সেবা

৩. ‘যত্র জীবঃ তত্র শিবঃ’ কথাটির অর্থ কী?

ক. যেখানে শিব সেখানেই জীব

খ. যেখানে জীব সেখানেই শিব

গ. যেখানে শিব সেখানেই সেবা

ঘ. যেখানে জীব সেখানেই সেবা

৪. ‘জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর’— এ উক্তিটি কার?

ক. রজনীকান্ত সেনের

খ. রবীন্দ্রনাথ ঠাকুরের

গ. স্বামী বিবেকানন্দের

ঘ. সুকুমার রায়ের

৫. আমরা জীবের সেবা করব কেন?

ক. জীব পরম শ্রদ্ধেয় বলে

খ. জীবের আত্মা আছে বলে

গ. ঈশ্বর জীবের মধ্যে অবস্থান করেন বলে

ঘ. ঈশ্বর জীবকে ভালোবাসেন বলে

৬. ঈশ্বর জ্ঞানীর কাছে নিচের কোনটি?

ক. অনন্তরূপী খ. ভগবান

গ. পরমাত্মা ঘ. ব্রহ্ম

৭. যোগীর কাছে ঈশ্বর কী?

ক. আত্মা খ. জীবাত্মা

গ. দেহাত্মা ঘ. পরমাত্মা

৮. জীব কে সৃষ্টি করেছেন?

ক. ব্রহ্ম খ. শিব

গ. মহেশ্বর ঘ. বিষ্ণু

৯. প্রকৃতির সৌন্দর্য বলতে কার সৌন্দর্যকে বোঝায়?

ক. পৃথিবীর খ. গ্রহ-নক্ষত্রের

গ. ঈশ্বরের ঘ. পাহাড়-পর্বতের

১০. জীবদেহের ভেতর যে জীবন আছে, তা কিসের অংশ?

ক. জীবাত্মার খ. দেব-দেবীর

গ. পরমাত্মার ঘ. অন্তরাত্মার

১১. ‘আছ অনল অনিলে, চির নভোনীলে’— এটি কার লেখা?

ক. রবীন্দ্রনাথ ঠাকুরের

খ. শ্রীরামকৃষ্ণের

গ. মদন মোহনের

ঘ. রজনীকান্ত সেনের

১২. সব জীবকে সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে কোন গুণটি প্রকাশ পায়?

ক. মমত্ববোধ খ. কর্তব্যবোধ

গ. ঈশ্বরভক্তি ঘ. ভাগবত প্রেম

১৩. কোনটি হিন্দুধর্মের অন্যতম প্রধান ব্রত হিসেবে বিবেচিত?

ক. দান করা খ. ব্রত পালন

গ. পরোপকার করা ঘ. জীবের সেবা

সঠিক উত্তর

অধ্যায় ১, পরিচ্ছেদ ২: ১.ক ২.গ ৩.খ ৪.গ ৫.গ ৬.ঘ ৭.ঘ ৮.ক ৯.গ ১০.গ ১১.ঘ ১২.গ ১৩.ঘ

অধ্যায় ২, পরিচ্ছেদ ১

১. ভক্তিকে অবলম্বন করে যে ঈশ্বর আরাধনা করা হয়, তাকে কী বলে?

ক. কর্মযোগ খ. ভক্তিযোগ

গ. জ্ঞানযোগ ঘ. রাজযোগ

২. ভক্তি মূলত কী?

ক. মানুষের কর্মপ্রচেষ্টা

খ. ঈশ্বরের আরাধনা

গ. মানব মনের সুকুমার বৃত্তি

ঘ. মানুষের সহজাত প্রবৃত্তি

৩. ভগবানের প্রতি প্রেম বা ভালোবাসাকে কী বলে?

ক. ভক্তি খ. যুক্তি

গ. কর্ম ঘ. যোগ

৪. কোন রূপে ঈশ্বরের আরাধনা সহজ?

ক. সাকার খ. নিরাকার

গ. এক ঘ. বহু

৫. ভক্তি পথের সাধক কারা?

ক. যারা নিরাকার ঈশ্বরের প্রার্থনা করেন

খ. যারা ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকেন

গ. ঈশ্বরকে যাঁরা সাকারে গুণময় রূপে আরাধনা করেন

ঘ. যারা সন্ন্যাস জীবন যাপন করেন

৬. কিসের মাধ্যমে ভক্ত ঈশ্বরের অনুগ্রহ পেয়ে থাকেন?

ক. দানের মাধ্যমে খ. ধ্যানের মাধ্যমে

গ. ভক্তির মাধ্যমে ঘ. জ্ঞানের মাধ্যমে

৭. ভক্তিযোগের প্রধান কথা কী?

ক. ভগবানের চরণে আত্মসমর্পণ

খ. কর্মের ফল ঈশ্বরে সমর্পণ

গ. সাধনার দ্বারা জ্ঞানার্জন

ঘ. ঈশ্বরের আরাধনা সন্ন্যাস গ্রহণ

৮. ‘একং সদ বিপ্রা বহুধা বদন্তি’—কোন গ্রন্থে বলা হয়েছে?

ক. ঋগবেদে খ. পুরাণে

গ. মহাভারতে ঘ. গীতায়

৯. ‘নেহ নানাস্তি কিঞ্চন’—এ কথার অর্থ কী?

ক. ব্রহ্ম এক এবং অদ্বিতীয়

খ. ঈশ্বর বহু প্রকার

গ. দেব–দেবীগণ শক্তিশালী

ঘ. ঈশ্বরের ক্ষমতা অসীম

১০. ‘অনাদি পুরুষ’ কে?

ক. শ্রীকৃষ্ণ খ. রাম

গ. ভরত ঘ. লক্ষণ

১১. ঈশ্বর কেমন সত্তা?

ক. চৈতন্যময় খ. অচৈতন্যময়

গ. ঈশ্বর ঘ. দেহময়

১২. অবতার শব্দের অর্থ কী?

ক. নিচ থেকে ওপরে ওঠা

খ. ডান থেকে বাঁয়ে যাওয়া

গ. ওপর থেকে নিচে নামা

ঘ. সামনে থেকে পেছনে যাওয়া

১৩. পরমেশ্বরের গুণাবতার কারা?

ক. ব্রহ্মা, বিষ্ণু, কৃষ্ণ

খ. ব্রহ্মা, বিষ্ণু, কার্ত্তিক

গ. কার্ত্তিক, গণেশ, শিব

ঘ. ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর

১৪. ভগবান বিষ্ণু কোন রূপে বেদ উদ্ধার করেন?

ক. বামন রূপে খ. নৃসিংহ রূপে

গ. মৎস্য রূপে ঘ. পরশুরাম রূপে

১৫. ভগবান কী রূপ ধারণ করে রাজা বলির দর্পচূর্ণ করেন?

ক. বরাহ রূপ খ. কূর্ম রূপ

গ. নৃসিংহ রূপ ঘ. বামন রূপ

১৬. মানুষের জীবনের চারটি আশ্রমের প্রতিটির সময়কাল কত ধরা হয়?

ক. ১৫ বছর খ. ২৫ বছর

গ. ৩৫ বছর ঘ. ৪৫ বছর

১৭. চতুরাশ্রমের শেষ পঁচিশ বছরকে কী বলা হয়?

ক. ব্রহ্মচর্য খ. সন্ন্যাস

গ. গার্হস্থ্য ঘ. বানপ্রস্থ আশ্রম

১৮. হিন্দুধর্ম মতে মানবজীবন কত স্তরবিশিষ্ট?

ক. ৩ স্তর খ. ৪ স্তর

গ. ৫ স্তর ঘ. ৬ স্তর

১৯. চতুরাশ্রমের প্রথম আশ্রম কোনটি?

ক. গার্হস্থ্য খ. বানপ্রস্থ

গ. ব্রহ্মচর্য ঘ. সন্ন্যাস

২০. অতিথি সেবাকে কী বলা হয়?

ক. নৃযজ্ঞ খ. দৈবযজ্ঞ

গ. ভূতযজ্ঞ ঘ. ঋষিযজ্ঞ

২১. নৃযজ্ঞ কী?

ক. পশুপাখির সেবা

খ. অতিথি সেবা

গ. মানুষের সেবা

ঘ. নারায়ণ সেবা

২২. কোন আশ্রমে থেকে জীবন যাপন করা ভালো?

ক. ব্রহ্মচর্য খ. গার্হস্থ্য

গ. বানপ্রস্থ ঘ. সন্ন্যাস

২৩. জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগকে

কী বলা হয়?

ক. যোগসাধনা খ. মহামিলন

গ. স্বর্গলাভ ঘ. সুখী হওয়া

২৪. কলিযুগে কোন আশ্রমে থেকে জীবন যাপন করা ভালো?

ক. ব্রহ্মচর্য খ. গার্হস্থ্য

গ. বানপ্রস্থ ঘ. সন্ন্যাস

২৫. যিনি সন্ন্যাসী, তাকে কী বলা হয়?

ক. জ্ঞানী খ. ভক্ত

গ. যোগী ঘ. সাধু

২৬. বানপ্রস্থ আশ্রমে মানুষ কী রকম জীবন যাপন করে?

ক. বৈরাগ্যময় খ. কর্মফলাসক্তি

গ. ভোগাসক্তি ঘ. ঈশ্বরচিন্তায় মগ্ন

২৭. অষ্টাঙ্গ যোগের প্রথম স্তর কোনটি?

ক. যম খ. আসন

গ. ধারণা ঘ. সমাধি

২৮. চিত্তবৃত্তি নিরোধকে কী বলা হয়?

ক. ভজন খ. জপ

গ. যোগ ঘ. ধ্যান

২৯. কিসের জন্য শুদ্ধ, স্থির ও প্রশান্ত মন প্রয়োজন?

ক. ধনলাভের জন্য

খ. আত্মোপলব্ধির জন্য

গ. স্বর্গলাভের জন্য

ঘ. বিদ্যালাভের জন্য

৩০. মোক্ষলাভের জন্য প্রথমে কী প্রয়োজন?

ক. চিত্তের স্থিরতা খ. প্রশান্ত মন

গ. আত্মোপলব্ধি ঘ. শুদ্ধ ভক্তি

৩১. চিত্তবৃত্তির নিরোধকে কী বলা হয়?

ক. ত্যাগ খ. ভোগ

গ. যোগ ঘ. দান

৩২. কিসের লক্ষ্য অর্জনে শুদ্ধ, স্থির ও প্রশান্ত মন প্রয়োজন?

ক. স্বর্গলাভের জন্য

খ. ধনলাভের জন্য

গ. বিদ্যালাভের জন্য

ঘ. মোক্ষলাভের জন্য

৩৩. যোগসাধনার সর্বোচ্চ স্তর কোনটি?

ক. যম খ. আসন

গ. ধ্যান ঘ. সমাধি

৩৪. মানবজীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য কী?

ক. পুণ্য অর্জন খ. কর্ম–সংঘটন

গ. ঈশ্বরলাভ ঘ. অর্থলাভ

৩৫. মোক্ষলাভ বলতে কী বোঝায়?

ক. মৃত্যুবরণ খ. স্বর্গে গমন

গ. পুনর্জন্ম ঘ. ঈশ্বরের সান্নিধ্য লাভ

৩৬. কোনটি কর্মযোগ?

ক. মোক্ষলাভের জন্য কর্ম

খ. জীবনধারণের কর্ম

গ. ফলাকাঙ্ক্ষা বর্জিত কর্ম

ঘ. সাংসারিক কর্ম

৩৭. কামনাযুক্ত কর্মকে কী বলা হয়?

ক. নিষ্কাম কর্ম খ. সকাম কর্ম

গ. স্বরূপ কর্ম ঘ. দেব কর্ম

৩৮. যোগী তার সব কর্মফল কাকে অর্পণ করেন?

ক. জগৎকে খ. ঈশ্বরকে

গ. মহাগুরুকে ঘ. দেব–দেবীদের

সঠিক উত্তর

অধ্যায় ২, পরিচ্ছেদ ১: ১.খ ২.গ ৩.ক ৪.ক ৫.গ ৬.গ ৭.ক ৮.ক ৯.ক ১০.ক ১১.ক ১২.গ ১৩. ঘ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.খ ১৮.খ ১৯.গ ২০.ক ২১.খ ২২.খ ২৩.ক ২৪.খ ২৫.গ ২৬.ক ২৭. ক ২৮.গ ২৯.খ ৩০.গ ৩১.গ ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.গ ৩৫.ঘ ৩৬.গ ৩৭.খ ৩৮.খ।

অধ্যায় ২, পরিচ্ছেদ ২

১. সনাতন ধর্মের মূলে কে?

ক. দেবতা খ. দেবী

গ. পুরোহিত ঘ. ভগবান স্বয়ং

২. বৈদিক ধর্মগ্রন্থগুলোর কয়টি ভাগ রয়েছে?

ক. ২টি খ. ৩টি

গ. ৫টি ঘ. ৪টি

৩. বেদ মন্ত্রগুলো কেমন?

ক. গুণময় খ. তেজময়

গ. রহস্যময় ঘ. সৃষ্টিময়

৪. বৈদিক ধর্মগ্রন্থের কয়টি ভাগ রয়েছে?

ক. ৩টি খ. ৪টি

গ. ৬টি ঘ. ৮টি

৫. হিন্দুধর্মের মূলে কে রয়েছেন?

ক. ভগবান খ. বিষ্ণু

গ. নারায়ণ ঘ. শিব

৬. কীভাবে হিন্দুধর্মের প্রসার ঘটেছে?

ক. শ্রীচণ্ডীকে অবলম্বন করে

খ. উপনিষদকে অবলম্বন করে

গ. বেদকে অবলম্বন করে

ঘ. পুরাণকে অবলম্বন করে

৭. বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

ক. সংহিতা খ. আত্মতত্ত্ব

গ. আরণ্যক ঘ. মোক্ষ

৮. সনাতন ধর্মের মূলে কে?

ক. দেবতা খ. দেবী

গ. পুরোহিত ঘ. ভগবান স্বয়ং

৯. জ্ঞান ও প্রজ্ঞাকে কী বলা হয়?

ক. ধী খ. শ্রী

গ. অমৃত তত্ত্ব ঘ. আত্মতত্ত্ব

১০. কোন যুগের ঋষিরা সুখবাদী ছিলেন?

ক. পৌরাণিক যুগের

খ. আধুনিক যুগের

গ. দ্বাপর যুগের

ঘ. বৈদিক যুগের

১১. বৈদিক যুগের বৈশিষ্ট্য কী ছিল?

ক. সুখবাদী খ. ভোগবাদী

গ. সন্ন্যাসবাদী ঘ. ত্রি–ঈশ্বরবাদী

১২. স্মৃতি শিক্ষার মূল আলোচ্য বিষয় কী?

ক. কর্ম ও যোগাযোগ

খ. যোগ ও কর্ম

গ. কর্ম ও জ্ঞান

ঘ. জ্ঞান ও যজ্ঞ

১৩. বৈষ্ণব ধর্মমতের মতো প্রভাবশালী ধর্মমত কোনটি?

ক. শক্তি খ. শৈব

গ. জৈন ঘ. বৈষ্ণব

১৪. ব্রাহ্মসমাজ স্থাপন করেন কে?

ক. রাজা রামমোহন

খ. বঙ্কিমচন্দ্র

গ. বিবেকানন্দ

ঘ. শঙ্করাচার্য

১৫. শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের পরম ভক্ত কে?

ক. বঙ্কিমচন্দ্র খ. মহেন্দ্রজী

গ. শ্রীনাথশীল ঘ. স্বামী স্বরূপানন্দ

১৬. অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা কে?

ক. স্বরূপানন্দ খ. ঠাকুর অনুকূলচন্দ্র

গ. লোকনাথ বাবা ঘ. স্বামী প্রণবানন্দ

১৭. সৎসঙ্গের মূলনীতি কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

অধ্যায় ২, পরিচ্ছেদ ২: ১.ঘ ২.ঘ ৩.গ ৪.খ ৫.ক ৬.গ ৭.গ ৮.ঘ ৯.ক ১০.ঘ ১১.ক ১২.গ ১৩.খ ১৪.ক ১৫.খ ১৬.ক ১৭.ঘ

রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা