১. ‘প্রতিদান’ কবিতায় কবি কাঁটা পেয়ে কী দান করেছেন?
ক. ফুল খ. ঘৃণা
গ. বাণ ঘ. ঘর
২. ‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর’—এ পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?
ক. পরোপকার
খ. আত্মগ্লানি
গ. সর্বংসহা মনোভাব
ঘ. কৃতজ্ঞতাবোধ
৩. ‘প্রতিদান’ কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?
ক. ক্ষুদ৶ স্বার্থ খ. ব্যক্তিগত স্বার্থ
গ. পরের স্বার্থ ঘ. বৃহৎ স্বার্থ
৪. ‘প্রতিদান’ কবিতায় কবির প্রত্যাশা—
i. সুন্দর পৃথিবী
ii. প্রীতিময় পৃথিবী
iii. সৌহার্দ্যপূর্ণ মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. জসীমউদ্দীনের কবিতার প্রধান উপজীব্য বিষয় কী?
ক. মানবপ্রেম খ. প্রকৃতিপ্রেম
গ. পল্লিজীবন ঘ. গ্রামীণ জীবন
৬. যে কবির ঘর ভাঙে, কবি তার ঘর কী করেন?
ক. পুড়িয়ে দেন খ. ভেঙে দেন
গ. বেঁধে দেন ঘ. নিশ্চিহ্ন করেন
৭. কেউ কাঁটার আঘাত করলে কবি তার কী প্রতিদান দেন?
ক. গালমন্দ করেন
খ. প্রতিশোধ নেন
গ. ফুল দান করেন
ঘ. পাল্টা কাঁটার আঘাত দেন
৮. কবি কেমন ফুলের মালঞ্চ দেওয়ার কথা বলেছেন?
ক. গোলাপ ফুলের খ. রজনীগন্ধার
গ. সাদা ফুলের ঘ. রঙিন ফুলের
৯. ‘প্রতিদান’ কবিতায় কবি কার জন্য পথে পথে ফেরেন?
ক. যে কবির ঘর ভেঙেছে
খ. যে কবিকে পর করেছে
গ. যে কবিকে পথের বিবাগী করেছে
ঘ. যে কবিকে আঘাত করেছে
১০. কবিকে কেউ বিষ-ভরা বাণ দিলে কবি তাকে কী প্রতিদান দেন?
ক. উদার স্নেহ খ. বুকভরা গান
গ. বুকভরা বেদনা ঘ. বুকভরা গানের সুর
১১. কবি কাকে আপন করার জন্য কেঁদে বেড়ান?
ক. কবি প্রিয়াকে
খ. যে কবিকে পর করেছে
গ. যে কবিকে ভালোবেসেছে
ঘ. যে কবির মন ভেঙেছে
১২. ‘প্রতিদান’ কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে?
ক. হলুদ ফুল খ. সাদা ফুল
গ. লাল ফুল ঘ. রঙিন ফুল
১৩. ‘প্রতিদান’ কবিতায় কবি দীর্ঘ রাতকে কী বলেছেন?
ক. বড় রাত খ. দীঘল রজনী
গ. দীঘল প্রহর ঘ. শূন্য প্রহর
১৪. ‘মালঞ্চ’ শব্দের অর্থ কী?
ক. মালি
খ. ফুলের বাগান
গ. গোলাপ ফুলের বাগান
ঘ. রজনীগন্ধা ফুলের বাগান
সঠিক উত্তর
প্রতিদান: ১.ক ২.ক ৩.ক ৪.ঘ ৫.গ ৬.গ ৭.গ ৮.ঘ ৯.গ ১০.খ ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.খ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]