পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১১. উষ্ণ রং কোনটি?
ক. নীল খ. সবুজ
গ. কমলা ঘ. সাদা
১২. দেহের সুন্দর অংশকে প্রাধান্য দিতে কেমন রঙের পোশাক নির্বাচন করতে হবে?
ক. হালকা রঙের
খ. একই রঙের
গ. গাঢ় বা উজ্জ্বল রঙের
ঘ. মিষ্টি রঙের
১৩. বাহ্যিকভাবে দেহাকৃতির পরিবর্তন সৃষ্টি করতে পারে পোশাকের কোন উপাদান?
ক. রঙের মানানসই ব্যবহার
খ. মানানসই ডিজাইন
গ. রেখার বৈচিত্র্যময় বিন্যাস
ঘ. বস্ত্রের জমিনের ভিন্নতা
১৪. ‘প্রচেষ্টা ও সততা’—কোন রেখা প্রকাশ করে?
ক. খাড়া খ. সমান্তরাল
গ. বক্র ঘ. তীর্যক
১৫. কোন ধরনের রেখার মাধ্যমে আনন্দ ও উল্লাসের অনুভূতি আসে?
ক. খাড়া খ. কোনাকুনি
গ. ঊর্ধ্বমুখী বক্র ঘ. সমান্তরাল
১৬. কী ধরনের রং ব্যবহার করে পোশাকে আকর্ষণ বাড়ানো যায়?
ক. হালকা খ. ঘন
গ. মিশ্র ঘ. উজ্জ্বল
১৭. কিসের সমন্বয়ে তৈরি পোশাক পরিধানকারীকে কখনো লম্বা, খাটো, মোটা আবার কখনো রোগা মনে হয়?
ক. কতগুলো রেখা খ. বিভিন্ন কাপড়
গ. কতগুলো রং ঘ. মিশ্র সুতা
১৮. একটি অংশের সঙ্গে অন্য অংশের এবং প্রতিটি অংশের সঙ্গে সম্পূর্ণ জিনিসটির সম্পর্ককে কী বলে?
ক. ভারসাম্য খ. অনুপাত
গ. ছন্দ ঘ. প্রাধান্য
১৯. পোশাকশিল্পের প্রয়োজনীয় উপাদানগুলো কী কী?
ক. রং, রেখা, আকার, জমিন ও বিন্দু
খ. সুতার পুরুত্ব ও ওজন
গ. অনুপাত ও সামঞ্জস্য
ঘ. বিভিন্ন রঙের মিশ্রণ
২০. যে রং মানায় না, সে রঙের পোশাক পরলে মানুষকে কেমন দেখায়?
ক. খারাপ খ. রোগাটে
গ. মলিন ঘ. স্বাভাবিক
সঠিক উত্তর
অধ্যায় ১৫: ১১.ক ১২.খ ১৩.খ ১৪.ক ১৫.ঘ ১৬.ক ১৭.ক ১৮.ক ১৯.খ ২০.ক
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)