পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৪১. জাইলেম ফাইবার কোন জাতীয় কোষ?
ক. প্যারেনকাইমা
খ. কোলেনকাইমা
গ. অ্যারেনকাইমা
ঘ. স্ক্লেরেনকাইমা
৪২. জটিল টিস্যু কয় প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৪৩. ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি?
ক. কোষগুলো স্থায়ী
খ. কোষগহবর আছে
গ. কোষগুলো আয়তাকার
ঘ. আন্তকোষীয় ফাঁক আছে
৪৪. কোনটিতে নিউক্লিয়াস থাকে না?
ক. দেহকোষে
খ. জননকোষে
গ. পেশিকোষে
ঘ. পরিণত সিভকোষে
৪৫. কোন টিস্যুর কোষগুলো দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতায় মোটামুটি একই রকম?
ক. কোলেনকাইমা খ. প্যারেনকাইমা
গ. অ্যারেনকাইমা ঘ. স্কেলেরেনকাইমা
৪৬. চটের বস্তায় কোন ধরনের টিস্যু থাকে?
ক. জাইলেম ফাইবার
খ. জাইলেম প্যারেনকাইমা
গ. ফ্লোয়েম প্যারেনকাইমা
ঘ. সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবার
নিচের চিত্র দেখে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৪৭. চিত্রে প্রদর্শিত টিস্যুর কাজ হলো—
i. খাদ্য পরিবহন করা
ii. খাদ্য সঞ্চয় করা
iii. প্রতিরক্ষার কাজ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. প্রদর্শিত টিস্যু কোথায় অবস্থান করে?
ক. ফোয়েম ও পেরিসাইকেলে
খ. কর্টেক্স ও পেরিসাইকেলে
গ. মজ্জা ও কর্টেক্সে
ঘ. ত্বক ও ফুলের বোঁটায়
নিচের চিত্রের আলোকে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৪৯. চিত্রের P চিহ্নিত অংশটি কী?
ক. স্থায়ী টিস্যু খ. যোজক টিস্যু
গ. জাইলেম টিস্যু ঘ. ফ্লোয়েম
৫০. চিত্রে P চিহ্নিত অংশটির কারণে উদ্ভিদ—
ক. কাণ্ডের বেড় বাড়ে
খ. কাণ্ডের দৈর্ঘ্য বাড়ে
গ. মূলের বেড় বাড়ে
ঘ. মূলের দৈর্ঘ্য বাড়ে
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪১.ঘ ৪২.ক ৪৩.গ ৪৪.ঘ ৪৫.খ ৪৬.ঘ ৪৭.ঘ ৪৮.গ ৪৯.খ ৫০.খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা