অষ্টম শ্রেণির পড়াশোনা
৩১. জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন কাজটি এনজিও করে থাকে?
ক. বাল্যবিবাহ রোধে উদ্বুদ্ধ করে
খ. তাড়াতাড়ি বিয়েতে উত্সাহ দেওয়া
গ. বহুবিবাহ রোধ করে
ঘ. বিবাহ না করতে পরামর্শ প্রদান
৩২. বেসরকারি সংস্থাগুলো জনসংখ্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির জন্য উপকরণগুলো ব্যবহার করে থাকে—
i. সাময়িকী
ii. নিউজলেটার
iii. পোস্টার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. কিসের ওপর একটি দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল?
ক. ভৌত অবকাঠামো
খ. প্রশাসনিক দুর্বলতা
গ. জনসংখ্যা
ঘ. অদক্ষ জনবল
৩৪. যুক্তরাষ্ট্রে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
ক. ৩২ জন খ. ৩৩ জন
গ. ৩৪ জন ঘ. ৩৬ জন
৩৫. যুক্তরাষ্ট্রের (বিশ্বব্যাংক, ২০২০) জনগণের মাথাপিছু আয় কত?
ক. ৪৫,৯৭০ মার্কিন ডলার
খ. ৬৬,০৬০ মার্কিন ডলার
গ. ৬৭,৯৭০ মার্কিন ডলার
ঘ. ৭৮,৯৭০ মার্কিন ডলার
৩৬. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে (২০১৭ সাল) কতজন লোক বাস করে?
ক. ১০০০ জন খ. ১০৯৭ জন
গ. ১১০৩ জন ঘ. ১৪৯২ জন
৩৭. বাংলাদেশের জনগণের (বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০২০) মাথাপিছু
আয় কত?
ক. ৯৬০ মার্কিন ডলার
খ. ৯৭০ মার্কিন ডলার
গ. ৯৯০ মার্কিন ডলার
ঘ. ২০৬৪ মার্কিন ডলার
৩৮. একটি দেশ ভবিষ্যতে কতটা উন্নত হবে তা নির্ভর করে—
i. দেশটির অর্থনৈতিক পরিকল্পনার ওপর
ii. জনসংখ্যানীতির কার্যকর প্রয়োগের ওপর
iii. জনসংখ্যানীতির ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. বাংলাদেশ একটি—
i. জনবহুল দেশ
ii. উন্নয়নশীল দেশ
iii. উন্নত দেশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কী বলে?
ক. জনসংখ্যানীতি
খ. জনসংখ্যার হিসাব
গ. সংখ্যানীতি
ঘ. জনসংখ্যার পরিসংখ্যান
সঠিক উত্তর
অধ্যায় ৯: ৩১.ক ৩২.ঘ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.খ ৩৬.গ ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.ক ৪০.ক
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা