এসএসসি ২০২৩ - কৃষিশিক্ষা | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৩১. ধান মাড়াইয়ের পর কত দিন পূর্ণ রোদে শুকাতে হবে?

ক. ১ দিন খ. ১–২ দিন

খ. ৩–৪ দিন ঘ. ৫ দিন

৩২. উফশী ধানের হেক্টরপ্রতি ফলন কত?

ক. ১–২ টন খ. ৩–৪ টন

গ. ৫–৬ টন ঘ. প্রায় ১০ টন

৩৩. BJRI কয়টি দেশি পাটের জাত উদ্ভাবন করেছে?

ক. ৫টি খ. ১২টি

গ. ১৭টি ঘ. ২০টি

৩৪. BJRI কয়টি তোষা পাটের জাত উদ্ভাবন করেছে?

ক. ৮টি খ. ১২টি

গ. ১৫টি ঘ. ১৬টি

৩৫. বীজ বপনের আগে কী করা উত্তম?

ক. ভেজানো খ. শোধন

গ. শুকানো ঘ. বাছাই

৩৬. পাটের কচি ও বয়স্ক সব পাতাই খেয়ে ফেলে কোন পোকা?

ক. বিছা পোকা খ. উরচুঙ্গা

গ. তেলাপোকা ঘ. ঘোড়াপোকা

৩৭. ঘোড়াপোকা কোন গাছে আক্রমণ করে?

ক. ধান খ. পাট

গ. গম ঘ. শর্ষে

৩৮. কোন সময় পাটে মাকড় পোকার আক্রমণ বেশি দেখা যায়?

ক. বৃষ্টি হলে

খ. আবহাওয়া মেঘলা থাকলে

খ. খরা হলে

গ. শীত পড়লে

৩৯. দেশি পাট কখন কাটতে হয়?

ক. জ্যৈষ্ঠ–আষাঢ় মাসে

খ. আষাঢ়–শ্রাবণ মাসে

গ. শ্রাবণ–ভাদ্র মাসে

ঘ. ভাদ্র–আশ্বিন মাসে

৪০. তোষা পাট কখন কাটতে হয়?

ক. বৈশাখ–জ্যৈষ্ঠ মাসে

খ. আষাঢ়–শ্রাবণ মাসে

গ. শ্রাবণ–ভাদ্র মাসে

ঘ. ভাদ্র–আশ্বিন মাসে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩১.খ ৩২.গ ৩৩.ক ৩৪.ক ৩৫.খ ৩৬.ক ৩৭.খ ৩৮.গ ৩৯.ক ৪০.ক

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়