অষ্টম শ্রেণির পড়াশোনা
১. হিসাব রাখার উদ্দেশ্যে আবিষ্কৃত হয়েছে কোনটি?
ক. ভিসিক্যালক খ. শিট
গ. অ্যাবাকাস ঘ. কাগজ
২. অ্যাবাকাস কী?
ক. গণনাকারী খ. প্রথম গণনাযন্ত্র
গ. হিসাবকারী ঘ. গণনাযন্ত্র
৩. কখন মানুষের হিসাব ও হিসাব সংরক্ষণের কাজ ছিল কেবল কাগজ–কলমেই?
ক. ২০ বছর আগে খ. ৩০ বছর আগে
গ. ৪০ বছর আগে ঘ. ৫০ বছর আগে
৪. প্রযুক্তিগত বিকাশে মানুষকে হিসাবের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেয় কোনটি?
ক. ক্যালকুলেটর খ. কম্পিউটার
গ. মুঠোফোন ঘ. লগবই
৫. আগের দিনে কিসের সাহায্যে হিসাবের কাজ করা হতো?
ক. কাগজ-কলমে খ. কাগজে
গ. কলমে ঘ. বইয়ে
৬. জটিল ও দীর্ঘ হিসাবের ক্ষেত্রে কোনটির ব্যবহার লক্ষণীয়?
ক. মুঠোফোন খ. হিসাবের ছক
গ. কম্পিউটার ঘ. ক্যালকুলেটর
৭. কম্পিউটার আবিষ্কারের পর কোন সমস্যাটি সহজেই সমাধান করা যাচ্ছে?
ক. সাধারণ ও সহজ হিসাব
খ. জটিল ও দীর্ঘ হিসাব
গ. সাধারণ হিসাব
ঘ. দীর্ঘ ও সহজ হিসাব
৮. স্প্রেডশিট শব্দের অর্থ কী?
ক. কাগজ
খ. ছড়ানো বই
গ. ছড়ানো বড় মাপের কাগজ
ঘ. হিসাব করা
৯. ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য কোন ধরনের কাগজ ব্যবহার করা হয়?
ক. ছড়ানো বড় মাপের কাগজ
খ. খবরের কাগজ
গ. দাগ দেওয়া কাগজ
ঘ. সাদা কাগজ
১০. বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে কোনটি?
ক. সফটওয়্যারনির্ভর প্রোগ্রাম
খ. সফটওয়্যারনির্ভর ডেটাবেজ প্রোগ্রাম
গ. সফটওয়্যারনির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম
ঘ. ডেটা সফটওয়্যার
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.গ ২.খ ৩.ঘ ৪.ক ৫.ক ৬.গ ৭.খ ৮.গ ৯.ক ১০.গ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা