পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
১২. বিক্রমপুর ও নাব্য কিসের নাম?
ক. দুটি গ্রামের নাম খ. দুটি জাতির নাম
গ. বঙ্গের দুটি অঞ্চলের নাম ঘ. দুটি গোত্রের নাম
১৩. কুমিল্লা শহর থেকে বড় কামতার দূরত্ব কত?
ক. ১০ মাইল খ. ১১ মাইল
গ. ১২ মাইল ঘ. ১৩ মাইল
১৪. প্রাচীন জনপদগুলোর সীমা বারবার পরিবর্তনের কারণ কী?
ক. রাজনৈতিক পটপরিবর্তন
খ. প্রাকৃতিক বিপর্যয়
গ. ধর্মীয় পটপরিবর্তন
ঘ. জলবায়ু পরিবর্তন
১৫. খ্রিষ্টপূর্ব পাঁচ শতক থেকে খ্রিষ্টীয় ১৩ শতক পর্যন্ত সময়কালকে বাংলার কোন যুগ মনে করা হতো?
ক. প্রাচীন যুগ খ. সময় যুগ
গ. মধ্যযুগ ঘ. চলমান যুগ
১৬. বাংলার জনপদগুলোর নাম পাওয়া যায়—
i. গুপ্তযুগে উৎকীর্ণ শিলালিপি ও সাহিত্য গ্রন্থে
ii. সেনযুগে উৎকীর্ণ শিলালিপিতে
iii. পালযুগে উৎকীর্ণ শিলালিপি ও সাহিত৵ গ্রন্থে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. বাংলায় মুসলমান যুগের শুরুতে কোন অঞ্চলকে গৌড় বলা হতো?
ক. দিনাজপুরকে খ. দাক্ষিণাত্যকে
গ. পুণ্ড্রবর্ধনকে ঘ. লক্ষ্মণাবতীকে
১৮. মমতা চন্দ্র রাজবংশের রাজা ত্রৈলোক৵ চন্দ্রের চন্দ্রদ্বীপ অধিকারের ইতিহাস জানতে গিয়ে একটি জনপদের নাম জানতে পারে। মমতা কোন জনপদের নাম জানতে পারে?
ক. পুণ্ড্র খ. বঙ্গ
গ. গৌড় ঘ. হরিকেল
১৯. হরিকেলের দক্ষিণে কোন জনপদের অবস্থান ছিল?
ক. চন্দ্রদ্বীপ খ. বরেন্দ্র
গ. তাম্রলিপ্ত ঘ. সমতট
২০. বরেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল—
i. বগুড়া ii. পাবনা
iii. দিনাজপুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১২. গ ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. ঘ ১৭. ঘ ১৮. ঘ ১৯. গ ২০. ঘ
আযীযুন নাহার, প্রভাষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা