এইচএসসি ২০২৩ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

২১. শিল্পবিপ্লব নামকরণ করেন কে?

ক. টেইলর খ. ম্যাকাইভার

গ. আরনল্ড টয়েনবি ঘ. অ্যাডাম স্মিথ

২২. ১৬০১ সালের এলিজাবেথীয় দারিদ্র্য আইন অনুযায়ী নির্ভরশীল বালক-বালিকাদের কোন পদ্ধতিতে পুনর্বাসন করা হতো?

ক. Out door relief

খ. Alms house

গ. Workshop

ঘ. Lowest bidder

২৩. ‘Poor Law Board’ কবে গঠিত হয়?

ক. ১৬০১ সালে খ. ১৮৩৪ সালে

গ. ১৮৪৭ সালে ঘ. ১৮৪৮ সালে

২৪. বিভারিজ রিপোর্ট প্রদত্ত সুপারিশমালা বাস্তবে প্রয়োগ করা জন্য কয়টি নীতি উল্লেখ করা হয়?

ক. ৫টি খ. ৬টি

গ. ৯টি ঘ. ১০টি

২৫. ‘পেশাদার’ শব্দের আভিধানিক অর্থ কী?

ক. জীবনধারণ খ. জীবিকা

গ. বিশেষায়িত কর্ম ঘ. উপার্জন করা

২৬. বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে কোন সমস্যাটি দেখা দেয়?

ক. নারী নির্যাতন খ. বেকারত্ব

গ. খাদ্য সমস্যা ঘ. ইভ টিজিং

২৭. সর্বপ্রথম কোথায় শিল্পবিপ্লব সংঘটিত হয়?

ক. আমেরিকায় খ. অস্ট্রেলিয়ায়

গ. জাপানে ঘ. ইংল্যান্ডে

২৮. দারিদ্র্য সংস্কার আইন ১৮৩৪ এর আওতায় বিভিন্ন রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়—

i. প্রায় ২০০ শ্রমাগার নির্মাণ করে

ii. হিমাগার সংস্কারের মাধ্যমে

iii. দরিদ্রাগার সংস্কারের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. শিল্পবিপ্লবের পূর্বশর্ত হিসেবে তুমি নিচের কোনটিকে সমর্থন করবে?

ক. দান প্রথা খ. রপ্তানি প্রথা

গ. বিনিময় প্রথা ঘ. আমদানি প্রথা

৩০. ‘ব্ল্যাক ডেথ’ হলো—

i. প্লেগ রোগজনিত মৃত্যু

ii. শিল্প দুর্ঘটনায় মৃত্যু

iii. তীব্র শ্রমিক সংকট

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.গ ২২.ঘ ২৩.গ ২৪.খ ২৫.গ ২৬.খ ২৭.ঘ ২৮.খ ২৯.গ ৩০.ক

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা