১. প্রশ্ন: ‘বৈজ্ঞানিক কল্পকাহিনি’ বলতে কী বোঝ?
নমুনা উত্তর: বিজ্ঞানের বিভিন্ন ধারণাকে কেন্দ্র করে লেখা কাল্পনিক গল্পকে ‘বৈজ্ঞানিক কল্পকাহিনি’ বলে।
২. প্রশ্ন: আগে আর কোন ধরনের কল্পকাহিনি তুমি পড়েছ?
নমুনা উত্তর: এর আগে আমি রূপকথা, পশুপাখির কাহিনি, দৈত্যদানবের কাহিনি–জাতীয় কল্পকাহিনি পড়েছি।
৩. প্রশ্ন: ‘আমড়া ও ক্র্যাব নেবুলা’ গল্পের কোন কোন ঘটনা কাল্পনিক? .
নমুনা উত্তর: ‘আমড়া ও ক্র্যাব নেবুলা’ গল্পে বেশ কয়েকটি কাল্পনিক ঘটনা আছে। যেমন রঞ্জুর বলা ভালুক ও ময়ূরের ঘটনা, মহাকাশের আগন্তুকের ঘটনা, ফ্লাইং সসার থেকে বিদঘুটে প্রাণীর লেজারগান দিয়ে গুলি করার ঘটনা, রোবটের ঘটনা এবং ছাদে-আসা ফ্লাইং সসার ও কাঠির মতো মানুষদের ঘটনাগুলো কাল্পনিক।
৪. প্রশ্ন: ‘আমড়া ও ক্র্যাব নেবুলা’ গল্পের কোন ঘটনা বাস্তব?
নমুনা উত্তর: এই গল্পে রঞ্জুর আব্বা, আম্মা ও বোন শিউলির সঙ্গে যেসব ঘটনা ঘটে তা সবই বাস্তবের ঘটনা। যেমন রঞ্জুর বাবা-মার সঙ্গে ঘুমানো, শিউলির সঙ্গে এক ঘরে শুতে দেওয়া, পরিবারের সদস্যদের সঙ্গে কথোপকথন, রঞ্জুর চমৎকার চমৎকার গল্প ফাঁদা, দোয়াত ভেঙে যাওয়ার ঘটনা, শিউলিকে দেওয়া রঞ্জুর হাতের আমড়া ইত্যাদি।
৫. প্রশ্ন: রূপকথার সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনির মিল-অমিল কোথায়?
নমুনা উত্তর: রূপকথা ও বৈজ্ঞানিক কল্পকাহিনির প্রধান মিল হচ্ছে দুটিই কল্পনা দিয়ে তৈরি করা। রূপকথার কাহিনিতে থাকে লোকমুখে প্রচলিত গল্প। যেমন রাজা-রানি, ড্রাগন, রাক্ষস-খোক্কস, পরী, মৎস্যকন্যা, ডাইনি ইত্যাদির গল্প। অন্যদিকে বৈজ্ঞানিক কল্পকাহিনিতে থাকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নানা কাহিনি ও চরিত্রের গল্প। যেমন মহাকাশ অনুসন্ধান, সময়-ভ্রমণ, মহাবিশ্বের জীবন, রোবট, ফ্লাইং সসার ইত্যাদির গল্প। রূপকথা অনেকের সৃষ্টি, কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনি কোনো না কোনো ব্যক্তির সৃষ্টি।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা