১১. যুক্তরাষ্ট্রে আদর্শ খামারের আয়তন কত?
ক. ১২০ একর খ. ১৩০ একর
গ. ১৪০ একর ঘ. ১৫০ একর
১২. BADC–এর পূর্ণ রূপ কী?
ক. Bangladesh Agriculture Development Corporation.
খ. Bangladesh Agriculture Development Cost.
গ. Bangladesh Agriculture Departmental Cost.
ঘ. Bangladesh Agriculture Department Corporation.
১৩. একই জমিতে পরিবর্তন করে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে কী বলে?
ক. কৃষি বিপণন খ. কৃষিজোত
গ. শস্য বহুমুখীকরণ ঘ. নার্সারি
১৪. যে খামারে একাধিক কৃষিপণ্যের উৎপাদন হয়, তাকে কী বলে?
ক. মিশ্র খামার
খ. যৌথ খামার
গ. বিশেষায়িত খামার
ঘ. বহুমুখী খামার
১৫. BRRI–এর পূর্ণরূপ কী?
ক. Bangladesh Rice Research Institute
খ. Bangladesh Road Research Institute
গ. Bangladesh Rice Record Institute
ঘ. Bangladesh Rural Research Institute
১৬. ফসল উৎপাদনের ভিত্তিতে কৃষি খামার কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
১৭. Biotechnology শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
ক. কার্ল এরিসন খ. কার্ল মার্ক্স
গ. কার্ল এরিকি ঘ. কার্ল ড্রেসলার
১৮. স্ট্র মাশরুমের উৎপাদন কখন হয়?
ক. সারা বছর খ. বর্ষাকালে
গ. শীতকালে ঘ. গরমকালে
১৯. কোন রপ্তানি পণ্যকে ‘White Gold’ বলা হয়?
ক. চিংড়ি খ. তৈরি পোশাক
গ. পাটের আঁশ ঘ. চিনি
২০. মালিকানার ভিত্তিতে কৃষি খামার কত প্রকার?
ক. ২ প্রকার খ.৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
সঠিক উত্তর
অধ্যায় ২: ১১.ঘ ১২.ক ১৩.গ ১৪.ঘ ১৫.ক ১৬.খ ১৭.গ ১৮.ঘ ১৯.ক ২০.খ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা