১. সমাসের মাধ্যমে কী গঠিত হয়?
ক. নতুন শব্দ খ. নতুন বাক্য
গ. নতুন বর্ণ ঘ. নতুন ধ্বনি
২. সমাসবদ্ধ পদকে কী বলে?
ক. সমস্ত পদ খ. সমস্যমান পদ
গ. পূর্বপদ ঘ. পরপদ
৩. ব্যাসবাক্য কাকে ব্যাখ্যা করে?
ক. পূর্বপদ খ. পরপদ
গ. সমস্ত পদ ঘ. সমস্যমান পদ
৪. অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাজ কত প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৫. কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়?
ক. দ্বিগু সমাস খ. তৎপুরুষ সমাস
গ. বহুব্রীহি সমাস ঘ. কর্মধারয় সমাস
৬. যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ন থাকে, তাকে কী বলে?
ক. সংখ্যাবাচক বহুব্রীহি
খ. ব্যতিহার বহুব্রীহি
গ. পদলোপী বহুব্রীহি
ঘ. অলুক বহুব্রীহি
৭. ‘সময়সূচি’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
ক. সময়ের সূচি
খ. সময়বিষয়ক সূচি
গ. সময়-সংক্রান্ত সূচি
ঘ. সময় দেখার সূচি
৮. বাক্যকে সংক্ষিপ্ত করার প্রক্রিয়া কোনটি?
ক. পদ খ. বচন
গ. সমাস ঘ. কারক
৯. সমস্যমান পদের প্রথম অংশকে কী বলে?
ক. পূর্বপদ খ. পরপদ
গ. সমস্ত পদ ঘ. উত্তর পদ
১০. ‘মহাজ্ঞান’–এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. মহান যে জ্ঞান খ. মহা যে জ্ঞান
গ. মহৎ যে জ্ঞান ঘ. মহতি যে জ্ঞান
সঠিক উত্তর
পরিচ্ছদ ১২: ১.ক ২.ক ৩.গ ৪.গ ৫.গ ৬.ঘ ৭.গ ৮.গ ৯.ক ১০.গ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা