মুঘল বাদশাহ বাবরের প্রতিকৃতি ও তাঁর সমাধি
মুঘল বাদশাহ বাবরের প্রতিকৃতি ও তাঁর সমাধি

সাধারণ জ্ঞান (প্রাচীন সভ্যতা) | পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পর্ব-২০

[প্রিয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী, গত পর্বগুলোর (পর্ব-১, পর্ব-২, পর্ব-৩, পর্ব-৪, পর্ব-৫, পর্ব-৬, পর্ব-৭, পর্ব-৮, পর্ব-৯, পর্ব-১০, পর্ব-১১, পর্ব-১২, পর্ব-১৩ , পর্ব-১৪, পর্ব-১৫, পর্ব-১৬, পর্ব-১৭, পর্ব-১৮ ও পর্ব-১৯) ধারবাহিকতায় আমরা আজকে সাধারণ জ্ঞান (প্রাচীন সভ্যতা) থেকে গুরুত্বপূর্ণ ২০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেখব। গত পর্বগুলোয় আমরা বাংলা বইয়ের বিভিন্ন অধ্যায়, উপন্যাস, ব্যাকরণ, সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন দেখেছি।

সাধারণ জ্ঞানের প্রাচীন সভ্যতা বিষয়ে আজ নির্বাচিত কিছু প্রশ্ন দেওয়া হলো। আমরা ধারাবাহিকভাবে এ আলোচনা ও অনুশীলনী প্রকাশ করব।


১. দিল্লির সিংহাসন আরোহনকারী প্রথম মুসলমান নারী হলেন—
(ক) নূরজাহান   (খ) মমতাজ
(গ) সুলতানা রাজিয়া (ঘ) কেউই নয়
২. বাবর দিল্লির সিংহাসনে আরোহন করেন কত সালে?
(ক) ১৫২৬ সালে   (খ) ১৫১৩ সালে
(গ) ১৫২২ সালে   (ঘ) ১৫৫৮ সালে
৩. বর্গী নামে পরিচিত—
(ক) মারাঠারা (খ) পর্তুগিজরা
(গ) মগেরা   (ঘ) আরাকানিরা
৪. উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন—
(ক) ওয়ারেন হেস্টিংস (খ) লর্ড ক্লাইভ
(গ) লর্ড ক্যানিং (ঘ) লর্ড এলগিন
৫. নীল বিদ্রোহের অবসান ঘটে কত সালে?
(ক) ১৮৫৬ সালে (খ) ১৮৫৮ সালে
(গ) ১৮৬৮ সালে (ঘ) ১৮৬০ সালে
৬. সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা—
(ক) সুরেন্দ্রনাথ ব্যানার্জী (খ) মহাত্মা গান্ধী
(গ) অক্টোভিয়ান হিউম (ঘ) কেউই নয়
৭. নিম্নের কোন জন যুক্তফ্রন্টের নেতা ছিলেন?
(ক) ফজলুল হক (খ) সোহরাওয়ার্দী
(গ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী (ঘ) সবাই
৮. পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
(ক) ইস্কান্দার মির্জা (খ) ফজলুল হক
(গ) সোহরাওয়ার্দী (ঘ) খালেকুজ্জামান
৯. সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে?
(ক) ১৯০৫ সালে (খ) ১৯০৬ সালে
(গ) ১৯০৯ সালে (ঘ) ১৯৩৫ সালে
১০. রাজা রামমোহন রায় কোন ভাষায় জ্ঞান লাভ করেন?
(ক) সংস্কৃত (খ) আরবি
(গ) ফারসি (ঘ) সব কটিই

১১. প্রাচীন বাংলার কোন জনপদের অপর নাম ‘সূক্ষ্ম’ ছিল?
(ক) বরেন্দ্র (খ) রাঢ়
(গ) গৌড় (ঘ) সমতট
১২. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান কোন দেশের নাগরিক?
(ক) ভারত (খ) ব্রিটেন
(গ) যুক্তরাষ্ট্র (ঘ) ফ্রান্স
১৩. ঐতিহাসিক পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়—
(ক) ২৫ ডিসেম্বর, ১৯৯৬ (খ) ২ ডিসেম্বর, ১৯৯৮
(গ) ২ ডিসেম্বর, ১৯৯৭ (ঘ) ২৫ মার্চ, ১৯৯৯
১৪. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কোন ইংরেজ শাসক?
(ক) লর্ড উইলিয়াম বেন্টিংক (খ) লর্ড ক্লাইভ
(গ) লর্ড কর্নওয়ালিস (ঘ) ওয়ারেন হেস্টিংস
১৫. ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন—
(ক) ফজলুল হক (খ) শেখ মুজিবুর রহমান
(গ) মাওলানা ভাসানী (ঘ) সোহরাওয়ার্দী
১৬. স্বাধীনতায় অবদানের জন্য দেওয়া রাষ্ট্রীয় পুরস্কার কতটি?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৭টি
১৭. আগরতলার স্মৃতিবিজড়িত মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত?
(ক) ধানমন্ডি (খ) সেগুনবাগিচা
(গ) ক্যান্টনমেন্ট (ঘ) শেরেবাংলা নগর
১৮. ‘উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা’ এ কথা বলেন—
(ক) মুহাম্মদ আলী জিন্নাহ (খ) লিয়াকত আলী খান
(গ) খাজা নাজিমউদ্দীন (ঘ) নূরুল আমিন
১৯. পঞ্চাশের মন্বন্তর ইংরেজি কোন সালের ঘটনা?
(ক) ১৯৫০ সাল   (খ) ১৯৪৭ সাল
(গ) ১৯৪৩ সাল (ঘ) ১৯৩৭ সাল
২০. মুসলমানেরা কখন বাংলায় আসেন?
(ক) ৬২৫ খ্রিষ্টাব্দে (খ) ৭২৫ খ্রিষ্টাব্দে
(গ) ৭১২ খ্রিষ্টাব্দে (ঘ) ৬৭৫ খ্রিষ্টাব্দে
সঠিক উত্তর:
১.গ,   ২.ক,   ৩.ক,   ৪.গ,   ৫.ঘ,   ৬.গ,   ৭.ঘ,   ৮.ক,   ৯.খ,   ১০.ঘ,
১১.খ,   ১২.গ,   ১৩.গ,   ১৪.গ,   ১৫.খ,   ১৬.গ,   ১৭.গ,   ১৮.ক,   ১৯.গ,   ২০.গ

রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা