পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১. টিস্যু কালচার প্রযুক্তির কালচার মিডিয়ামের প্রধান উপাদান কী?
ক. আটা খ. চালের গুঁড়া
গ. অ্যাগার ঘ. কর্নফ্লেকস
২. টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃউদ্ভিদ থেকে পৃথকীকৃত অংশের নাম কী?
ক. ক্যালাস খ. এক্সপ্ল্যান্ট
গ. মেরিস্টেম ঘ. অণুচারা
৩. সাইব্রিডের ক্ষেত্রে মিলন হবে কার?
ক. নিউক্লিয়াসের খ. সাইটোপ্লাজমের
গ. রাইবোসোমের ঘ. কোষ প্রাচীরের
৪. সুপার রাইসে কোন ভিটামিন থাকে?
ক. ভিটামিন A খ. ভিটামিন B-6
গ. ভিটামিন D ঘ. ভিটামিন E
৫. টিস্যু কালচারের মাধ্যমে পাওয়া যায়—
i. রোগমুক্ত চারা ii. হুবহু মাতৃগুণসম্পন্ন চারা
iii. অল্প সময় ও স্থানে অধিক চারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. নিচের কোন প্রক্রিয়ার দ্বারা হ্যাপ্লয়েড চারা উৎপাদন করা যায়?
ক. প্রোটোপ্লাস্ট কালচার খ. মেরিস্টেম কালচার
গ. পরাগরেণু কালচার ঘ. ভ্রূণ কালচার
৭. মেরিস্টেম কালচারের উদ্দেশ্য কী?
ক. বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ খ. রোগমুক্ত চারা উৎপাদন
গ. হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন ঘ. উন্নত জাত উদ্ভাবন
৮. ‘সাইব্রিড’ শব্দটি নিচের কোন প্রক্রিয়ার সঙ্গে জড়িত?
ক. গ্রাফটিং খ. জিন ক্লোনিং
গ. টিস্যু কালচার ঘ. হাইব্রিডাইজেশন
৯. নিচের কোনটি কৃষির সঙ্গে জড়িত?
ক. ব্লু বায়োটেকনোলজি খ. গ্রিন বায়োটেকনোলজি
গ. রেড বায়োটেকনোলজি ঘ. হোয়াইট বায়োটেকনোলজি
১০. মেরিস্টেম টিস্যু জীবাণুমুক্ত থাকে কেন?
ক. কিউটিকল পুরু বলে খ. ভাস্কুলার বান্ডল থাকে না বলে
গ. কোষ অনবরত বিভাজিত হয় বলে ঘ. কোষে পুরু আবরণ থাকে বলে
১১. সাইব্রিড কী?
ক. প্রোটোপ্লাস্ট ফিউশনে উন্নত জাত
খ. কৃত্রিম সংকরায়নে উন্নত জাত
গ. জিন প্রকৌশলে উন্নত জাত
ঘ. উন্নত জাতের সংকরায়ন
১২. উদ্ভিদের টিস্যু কালচারে ব্যবহৃত বিভাজনক্ষম অঙ্গ কোনটি?
ক. কাণ্ড খ. বয়স্ক পাতা
গ. শীর্ষমুকুল ঘ. ফল
১৩. প্রতিটি সজীব উদ্ভিদ কোষের সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতাকে কী বলে?
ক. পলিনেশন খ. গ্রায়িং অ্যাবিলিটি
গ. অ্যাডাপটেশন ঘ. টটিপোটেন্সি
১৪. পোমাটো নিচের কোন দুটির সংকর?
ক. আলু ও পটোল খ. কুমড়া ও টমেটো
গ. আলু ও টমেটো ঘ. পটোল ও টমেটো
১৫. শীর্ষস্থ ভাজক কলা আবাদ করে ভাইরাসমুক্ত জাত উদ্ভাবন করা হয়েছে কোন উদ্ভিদে?
ক. পটোল খ. গোল আলু
গ. পেঁপে ঘ. চালকুমড়া
১৬. টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা যায়—
i. দেহজ ভ্রূণ ii. হ্যাপ্লয়েড উদ্ভিদ
iii. নতুন প্রকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১১: ১. গ ২. খ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. গ ৭. খ ৮. গ ৯. খ ১০. খ ১১. ক ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. খ ১৬. ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা