জীববিজ্ঞান - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৭

১. কোন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদে গ্যাসীয় বিনিময় ঘটে?

ক. ব্যাপন ও অভিস্রবণ

খ. প্রস্বেদন ও ইমবাইবিশন

গ. সালোকসংশ্লেষণ ও শ্বসন

ঘ. ব্যাপন ও শ্বসন

২. উদ্ভিদ সালোকসংশ্লেষণে কোন গ্যাস গ্রহণ করে?

ক. O2 খ. CO2

গ. N2 ঘ. H2

৩. কোন প্রক্রিয়ায় উদ্ভিদ অক্সিজেন গ্যাস গ্রহণ করে?

ক. সালোকসংশ্লেষণ

খ. শ্বসন

গ. প্রস্বেদন

ঘ. ব্যাপন

৪. কিসের দ্বারা উদ্ভিদে গ্যাসীয় বিনিময় ঘটে?

ক. হাইডাথোড খ. পাতার স্টোমাটা

গ. কিউটিকল ঘ. জাইলেম

৫. লেন্টিসেল কোথায় পাওয়া যায়?

ক. পরিণত পাতায়

খ. পরিণত কাণ্ডের বাকলে

গ. পরিণত মূলে

ঘ. অপরিণত মুকুলে

৬. কখন সালোকসংশ্লেষণের হার অধিক হয়?

ক. দিনের বেলায়

খ. রাতের বেলায়

গ. বিকেলবেলায়

ঘ. দিবা-রাত্রি সব সময়

৭. সালোকসংশ্লেষণে উত্পাদিত গ্যাসের কিছু অংশ কোথায় ব্যবহৃত হয়?

ক. ব্যাপনে খ. অভিস্রবণে

গ. শ্বসনে ঘ. ইমবাইবিশনে

৮. দিবা-রাত্রি সব সময় কোন প্রক্রিয়াটি সংঘটিত হয়?

ক. সালোকসংশ্লেষণ

খ. সালোক বিভাজন

গ. শ্বসন

ঘ. প্রস্বেদন

৯. রাতে বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট হতে পারে কেন?

ক. সালোকসংশ্লেষণের জন্য

খ. প্রস্বেদনের জন্য

গ. ইমবাইবিশনের জন্য

ঘ. শ্বসনের জন্য

সঠিক উত্তর

অধ্যায় ৭: ১.গ ২.খ ৩.খ ৪.খ ৫.খ ৬.ক ৭.গ ৮.গ ৯.ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]