অরবিটালে ইলেকট্রন বিন্যাস—রসায়ন ১ম পত্র, অধ্যায় ২ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অরবিটালসমূহের আকৃতি ও সেগুলোতে ইলেকট্রনের অবস্থান

অধ্যায় ২

৪২. কোয়ান্টাম শক্তিস্তরে—

i. ইলেকট্রনগুলো সমকেন্দ্রিক ক্রমবর্ধমান বিভিন্ন ব্যাসের বিভিন্ন তলে উপবৃত্তাকার তলে আবর্তন করে

ii. সুনির্দিষ্ট শক্তিসম্পন্ন ইলেকট্রন মেঘের সর্বাধিক অবস্থানের সম্ভাবনা (90-95%) থাকে

iii. প্রধান শক্তিস্তরে উপশক্তিস্তর থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৩. আউফবাউ নীতি অনুসারে নিচের কোন ক্রমটি সঠিক?

ক. 4s < 3d < 4p

খ. 3d < 3s < 4p

গ. 4d < 5s < 5p

ঘ. 5s < 5p < 4d

৪৪. নিচের কোন নীতির ভিত্তিতে অরবিটালসমূহে ইলেকট্রন বিন্যস্ত হয়?

ক. হুন্ডের নীতি

খ. আউফবাউ নীতি

গ. পলির বর্জন নীতি 

ঘ. VESPR নীতি

৪৫. আউফবাউ নীতির ব্যতিক্রম ঘটায় কোনটি?

ক. সুস্থিত অরবিটাল 

খ. (n+1) এর মান

গ. অরবিটালের শক্তি 

ঘ. ইলেকট্রনের স্পিন

৪৬. প্রধান শক্তিস্তরে সর্বাধিক ইলেকট্রন সংখ্যার নির্ধারক কোনটি?

ক. পলির বর্জন নীতি 

খ. আউফবাউ নীতি

গ. বোরের মডেল 

ঘ. হুন্ডের নীতি

৪৭. নিচের কোন বর্ণের আলোকরশ্মির ফোটনের শক্তি সর্বাধিক?

ক. সবুজ খ. বেগুনি

গ. লাল ঘ. নীল

৪৮. সবুজ আলোর তরঙ্গদৈর্ঘ্য কত nm?

ক. 280-424

খ. 425-454

গ. 455-575

ঘ. 647-780

৪৯. কোন রশ্মির তরঙ্গসংখ্যা বেশি?

ক. IR খ. UV

গ. X-ray ঘ. Red-ray

৫০. UV রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত?

ক. 10nm - 380nm 

খ. 100nm - 380nm

গ. 380nm - 780nm 

ঘ. 780nm - 1500nm

৫১. বেগুনি রঙের ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য কীরূপ?

ক. সর্বনিম্ন খ. সর্বোচ্চ

গ. < 380 nm ঘ. > 780 nm

৫২. তড়িৎ চৌম্বকীয় রেডিয়েশন—

i. উৎস থেকে শক্তি স্থানান্তর করে

ii. তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত

iii. γ রশ্মি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৩. রেখা বর্ণালি দ্বারা কোনটি শনাক্ত করা যায়?

ক. মৌল খ. ইলেকট্রন

গ. শক্তির পরিবর্তন 

ঘ. নিউক্লিয়াসের অবস্থান

৫৪. মৌলের বৈশিষ্ট্য হলো—

i. রেখা বর্ণালি ii. ইলেকট্রন বিন্যাস

iii. পারমাণবিক সংখ্যা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৫. হাইড্রোজেনের বর্ণালির কোন সিরিজ দৃশ্যমান অঞ্চলে পাওয়া যায়?

ক. লাইমেন সিরিজ 

খ. বামার সিরিজ

গ. প্যাশ্চেন সিরিজ

ঘ. ব্র্যাকেট সিরিজ

৫৬. হাইড্রোজেন বর্ণালির কোন অঞ্চলে ব্রাকেট সিরিজের উদ্ভব হয়?

ক. দৃশ্যমান অঞ্চল 

খ. অতিবেগুনি অঞ্চল

গ. অবলোহিত অঞ্চল 

ঘ. মাইক্রোওয়েভ অঞ্চল

৫৭. বোর পরমাণু মডেলের সাহায্যে কোন মৌলের বর্ণালি সহজে ব্যাখ্যা করা যায়?

ক. He খ. C

গ. O ঘ. H

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪২. ঘ ৪৩. ক ৪৪. খ ৪৫. ক ৪৬. ক ৪৭. খ ৪৮. গ ৪৯. গ ৫০. ক ৫১. ক ৫২. ঘ ৫৩. ক ৫৪. ঘ ৫৫. খ ৫৬. গ ৫৭. ঘ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা