৩১. লুৎফার কাছে বহুদিন নবাবের না আসতে পারার মধ্য দিয়ে কোনটি প্রতিফলিত হয়েছে?
ক. প্রত্যাশা খ. আক্ষেপ
গ. বেদনা ঘ. কষ্ট
৩২. ‘চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র’—উক্তিটি অন্তর্নিহিত তাৎপর্য কী?
ক. ঘোরতর বিপদ খ. ঘোরতর অন্ধকার
গ. আসন্ন বিপদ ঘ. আত্মস্বার্থরক্ষার খেলা
৩৩. লবণের ইজারাদার কে ছিলেন?
ক. সেনাধ্যক্ষ খ. সামন্তশ্রেণি
গ. কুঠিয়াল ইংরেজ ঘ. সার্জন হলওয়েল
৩৪. ‘শুধু ওই একটি পথেই আবার আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি’—এ পথ কোনটি?
ক. দেশ ও কোম্পানির কল্যাণ
খ. ইংরেজদের কল্যাণ
গ. ধনিক শ্রেণির কল্যাণ
ঘ. দেশ ও জনগণের কল্যাণ
৩৫. ইংরেজদের বাংলাদেশে বাণিজ্য করার অনুমতি দিয়েছেন কে?
ক. দিল্লির বাদশাহ খ. মীরজাফর আলী খাঁ
গ. ঘসেটি বেগম ঘ. উমিচাঁদ
৩৬. মীরজাফর ‘কালকেউটে’ বলেছেন কাকে?
ক. উমিচাঁদকে খ. রায়দুর্লভকে
গ. রাজবল্লভকে ঘ. মোহনলালকে
৩৭. ক্লাইভের মতে, এ যুগের ‘সেরা বিশ্বাসঘাতক’ কে?
ক. রায়দুর্লভ খ. রাজবল্লভ
গ. উমিচাঁদ ঘ. মিরন
৩৮. ‘অর্থসম্পদের চেয়ে সততা অধিক মূল্যবান’—‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের বিপরীত বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক. লুৎফুন্নেসা খ. ক্লেটন
গ. মীরমদন ঘ. উমিচাঁদ
৩৯. ক্লাইভ কীভাবে উমিচাঁদকে ঠকানোর ব্যবস্থা করেন?
ক. ভুল বুঝিয়ে খ. বিশ্বাসঘাতকতা করে
গ. সুচারু কৌশলে ঘ. লোভ দেখিয়ে
৪০. ‘আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই’—উক্তিটি কে কাকে উদ্দেশ করে বলেছে?
ক. উমিচাঁদ, ক্লেটনকে
খ. মানিকচাঁদ, ক্লেটনকে
গ. মানিকচাঁদ, হলওয়েলকে
ঘ. উমিচাঁদ, হলওয়েলকে
সঠিক উত্তর
সিরাজউদ্দৌলা: ৩১.খ ৩২.ক ৩৩.গ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.ক ৩৭.গ ৩৮.ঘ ৩৯.গ ৪০.ঘ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা