সপ্তম শ্রেণির পড়াশোনা
জগদীশচন্দ্র বসু একজন নামকরা বাঙালি বিজ্ঞানীর নাম। এমনই নামকরা যে চাঁদের একটি গর্তের নাম তাঁর নামে করা হয়েছে। জগদীশচন্দ্র বসুর জন্ম বাংলাদেশে। তিনি জন্মেছিলেন একটি সাধারণ পরিবারে। তিনি দেশ-বিদেশের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পান। তিনি বিখ্যাত কেমব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন।
জগদীশচন্দ্রের প্রতিষ্ঠিত বিজ্ঞানী হওয়ার পেছনে তাঁর পিতার অবদান কম নয়। ইংরেজ সরকারের অধীনে উচ্চপদস্থ কর্মকর্তা থাকা সত্ত্বেও তাঁর পিতা ভগবান চন্দ্র নিজের ছেলেকে ইংরেজি স্কুলে ভর্তি না করিয়ে বাংলা স্কুলে ভর্তি করান। এ ব্যাপারে তাঁর নিজস্ব যুক্তি ছিল। তিনি মনে করতেন ইংরেজি শেখার আগে এদেশীয় ছেলেমেয়েদের মাতৃভাষা আয়ত্ত করা উচিত। এতে তাদের সুশিক্ষার পথ সুগম হয়।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা