Nandini’s mother laughed, ‘It’s okay that we don’t have Eid! We have our Puja, don’t we?’ Nandini asked, ‘Puja?’ ‘Yes, Puja! Durga Puja. We have just as much fun as Eid on that day!’ Nandini asked excitedly, ‘Really?’ ‘Yes, really. We’ll have brand new clothes to wear and cook all our favourite things. We’ll dress up and go visit our friends and our family and also, do you know how beautiful Protima we will have during Puja?’ Nandini asked, ‘Really?’
নন্দিনীর মা হাসলেন, ‘আমাদের ঈদ না হওয়া ঠিক আছে! আমাদের আছে আমাদের পূজা, তাই না?’ নন্দিনী জিজ্ঞেস করল, ‘পূজা?’ ‘হ্যাঁ, পূজা! দুর্গাপূজা। আমরা সেদিন ঈদের মতোই মজা করি!’ নন্দিনী উদ্দীপিত হয়ে জিজ্ঞেস করল, ‘সত্যি?’ ‘হ্যাঁ, সত্যিই. আমাদের পরার জন্য একেবারে নতুন জামাকাপড় থাকবে এবং প্রিয় সব খাবার রান্না করব। আমরা সাজগোজ করব আর আমাদের বন্ধু এবং পরিবারের সঙ্গে দেখা করব। তুমি কি জানো, পূজার সময় আমাদের কী সুন্দর প্রতিমা থাকবে?’ নন্দিনী জিজ্ঞেস করল, ‘সত্যি?’
ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা