পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৩৯. ‘কোনো দেশের শ্রম ও মূলধন তার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে প্রতিবছর মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম সৃষ্টি করে, তাকে জাতীয় আয় বলে।’—কে বলেছেন?
ক. কার্ল মার্ক্স খ. কেইন্স
গ. অধ্যাপক মার্শাল ঘ. ক্রাউথার
৪০. GDP–এর পূর্ণরূপ কী?
ক. Gross Domestic Population
খ. Gross Domestic Product
গ. Gross Domestic Profit
ঘ. Gross Domain Profit
৪১. বিনিয়োগ কিসের ওপর নির্ভর করে?
ক. আয়ের ওপর খ. ব্যয়ের ওপর
গ. সঞ্চয়ের ওপর ঘ. সম্পদের ওপর
৪২. সামগ্রিক আয় কিসের ওপর নির্ভর করে?
ক. মোট আয় খ. মোট উৎপাদন
গ. মোট বিনিয়োগ ঘ. মোট রপ্তানি
৪৩. ব্যবহারের মাধ্যমে দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে অর্থনীতিতে কী বলা হয়?
ক. উত্পাদন খ. বিনিয়োগ
গ. চাহিদা ঘ. ভোগ
৪৪. আর্থিক GDP ও প্রকৃত GDP –এ দুইয়ের অনুপাতকে কী বলা হয়?
ক. GDP অবমূল্যায়ক
খ. GNP ব্যবধান
গ. GNP অনুপাত
ঘ. GDP ডিফ্লেটর
৪৫. কোন ব্যয় আয়ের হ্রাস-বৃদ্ধি দ্বারা প্রভাবিত?
ক. স্বয়ম্ভূত বিনিয়োগ
খ. প্ররোচিত বিনিয়োগ
গ. সরকারি বিনিয়োগ
ঘ. বৈদেশিক বিনিয়োগ
৪৬. বিনিয়োগ ব্যয় কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৪৭. CCA দ্বারা নিচের কোনটিকে বোঝায়?
ক. আর্থিক ব্যয় খ. অর্থনৈতিক ব্যয়
গ. অবচয়জনিত ব্যয়
ঘ. মূলধনের ক্ষয়–ক্ষতিজনিত ব্যয়
৪৮. আয় বাড়লে ভোগ ব্যয় কী হয়?
ক. বৃদ্ধি পায় খ. হ্রাস পায়
গ. স্থিতিশীল থাকে ঘ. হ্রাস–বৃদ্ধি উভয়ই
সঠিক উত্তর
অধ্যায় ৯: ৩৯. খ ৪০. খ ৪১. গ ৪২. খ ৪৩. ঘ ৪৪. ক ৪৫. খ ৪৬. ক ৪৭. ঘ ৪৮. ক
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা