পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
[পূর্ববর্তী লেখার পর]
২৬. তারল্য ও দেউলিয়াত্বের ঝুঁকির মধ্যে কী রকম সম্পর্ক বিদ্যমান?
ক. সমমুখী খ. সমান্তরাল
গ. বিপরীতমুখী ঘ. সমানুপাতিক
২৭. প্রয়োজনের অতিরিক্ত চলতি সম্পদ বজায় রাখলে কী হয়?
ক. তারল্য ঝুঁকি বৃদ্ধি
খ. তারল্যজনিত সুযোগ ব্যয় বৃদ্ধি
গ. মুনাফা বৃদ্ধি
ঘ. তারল্য ঘাটতি ব্যয়ের সৃষ্টি
২৮. নিচের কোনটি মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যে বিবেচনা করা হয় না?
ক. মুনাফা বৃদ্ধি
খ. সম্পদের সর্বোত্তম ব্যবহার
গ. অর্থের সময় মূল্য
ঘ. সামাজিক কল্যাণ
২৯. সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে নিচের কোনটিকে বিবেচনা করা হয় না?
ক. অর্থের সময় মূল্য
খ. ঝুঁকি
গ. নিট নগদ প্রবাহ
ঘ. তারল্য
৩০. নিচের কোনটি অর্থায়নের কাজ নয়?
ক. অর্থ সংগ্রহ খ. বাজারজাতকরণ
গ. বিনিয়োগ ঘ. মূলধন বাজেটিং
৩১. উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিচের কোন নীতিটি প্রয়োগ করা হয়?
ক. পোর্টফোলিও বৈচিত্র্যায়ণ নীতি
খ. তারল্য নীতি
গ. লভ্যাংশ নীতি
ঘ. ক্ষতিপূরণ নীতি
৩২. কাম্য তারল্য বজায় রাখার জন্য একজন আর্থিক ব্যবস্থাপক নিচের কোন কাজটি করবেন?
ক. স্থায়ী মূলধন বৃদ্ধি
খ. তারল্য ও মুনাফার মধ্যে সমন্বয়
গ. ঝুঁকি পরিহার
ঘ. অর্থের সময় মূল্য বিবেচনা
৩৩. সঠিক প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে নিচের কোন নীতিটি প্রয়োগ করা হয়ে থাকে?
ক. তারল্য নীতি
খ. মুনাফা সর্বোচ্চকরণ নীতি
গ. অর্থের সময় মূল্য নীতি
ঘ. প্রকল্প বাছাই নীতি
সঠিক উত্তর
অধ্যায় ১: ২৬.গ ২৭.খ ২৮.গ ২৯.ঘ ৩০.খ ৩১.ক ৩২.খ ৩৩.গ
মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]