অষ্টম শ্রেণির পড়াশোনা
১. কোনটি সর্বভূক?
ক. বাঘ খ. কুমির
গ. শূকর ঘ. সাপ
২. কোনটি প্রথম স্তরের খাদক?
ক. বক খ. বাঘ
গ. গরু ঘ. ফাইটোপ্ল্যাঙ্কটন
৩. কোনটি উৎপাদক?
ক. শৈবাল খ. ছত্রাক
গ. ভাইরাস ঘ. ব্যাকটেরিয়া
৪. উদ্ভিদভোজী প্রাণীদের কী বলা হয়?
ক. বিয়োজক
খ. প্রথম স্তরের খাদক
গ. দ্বিতীয় স্তরের খাদক
ঘ. তৃতীয় স্তরের খাদক
৫. বাস্তুসংস্থানে সজীব উপাদান কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৬. কোনটি জৈব উপাদান?
ক. নাইট্রোজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ঘ. হিউমাস
৭. কোনটি দ্বিতীয় স্তরের খাদক?
ক. পাখি খ.গরু
গ. ছাগল ঘ. কচ্ছপ
৮. প্রাকৃতিক পরিবেশে কয় ধরনের বাস্তুসংস্থান আছে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৯. কোন খাদ্যশৃঙ্খলে বেশি শক্তি ব্যয় হয়?
ক. ঘাস→গরু→মানুষ
খ. শস্য→ইঁদুর→সাপ→ইগল
গ. ঘাস→ফড়িং→ব্যাঙ→সাপ→ময়ূর
ঘ. গম→ছাগল→মানুষ
১০. সঠিক খাদ্যশৃঙ্খল হলো—
i. ঘাস→ফড়িং→টিকটিকি→ইগল
ii. শস্য→খরগোস→ইঁদুর
iii. ঘাস→খরগোশ→ইগল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১৪: ১.গ ২.গ ৩.ক ৪.খ ৫.খ ৬.খ ৬.ঘ ৭.ক ৮.ক ৯.গ ১০.খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা